E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শালিসের নামে প্রবাসীর সাথে প্রতারণা মুনা বিশ্বাসের   

২০২০ ডিসেম্বর ১২ ১৪:১১:৫৬
শালিসের নামে প্রবাসীর সাথে প্রতারণা মুনা বিশ্বাসের   

রাজবাড়ি প্রতিনিধি : পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব মুনা বিশ্বাস। সাওড়াইল ইউনিয়নের লাড়িবাড়ি গ্রামের মোঃ জাহিদুর রহমান পিতা আতিয়ার রহমান বিদেশ যাওয়ার জন্য পাট্টা ইউনিয়নের আশুরহাট গ্রামের বাদশাহ মন্ডলের ভাতিজা  আশরাফুলের কাছে ৬৮১৬৫০  টাকা প্রদান করেন শর্ত থাকে যে বিদেশ যাওয়ার পর আকামা করতে যত টাকা লাগবে  সেটা আশরাফুল দিবে। বিদেশ যাওয়ার  কিছুদিন পর আশরাফুলকে আকামা করার কথা বললে আশরাফুল অকথ্য ভাষায় গালিগালাজ করে। আকামা করতে না পারায় কিছুদিন পর জাহিদুর রহমান দেশে ফিরে আসে। 

দেশে এসে আশরাফুলের কাছে টাকা চাইলে টাকা না দেওয়ার কথা বলেন। জাহিদুর রহমান দরিদ্র পরিবারের ছেলে সেটা কিস্তির টাকা নিয়ে আশরাফুলকে দিয়েছিলো কিস্তির টাকা দিতে না পাড়ায় চড়ম বিড়ম্বনায় পড়ের জাহিদ। জাহিদ পাট্টা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব মুনা বিশ্বাসের নিকট শালিসের জন্য গেলে চেয়ারম্যান সময় নিয়ে শালিসের কথা বলেন। শালিসে আব্দুর রব মুনা বিশ্বাস বিমান ভাড়া বাদ দিয়ে জাহিদকে ৬০০০০০ টাকা ফেরত দেওয়ার জন্য আশরাফুলকে বলেন। আশরাফুল শালিসে টাকা দেওয়ার কথা বললেও পরে তার চাচা বাদশাহ মন্ডলের কথা অনুযায়ী টাকা ফেরত দেয়না। বাদশাহ মন্ডল আব্দুর রব মুনা বিশ্বাসের সন্ত্রাস বাহিনির অন্যতম সক্রিয় সদস্য হওয়ার কারণে আব্দুর রব মুনা বিশ্বাস বাদশাহ মন্ডলের কাছ থেকে ১,৫০,০০০ নিয়ে চুপ থাকেন।

জাহিদুর রহমান টাকা না পেয়ে চেয়ারম্যানের কাছে গেলে চেয়ারম্যান পরিস্কার বলে দেন আমি এই বিষয়ে কোন কথা বলতে চাইনা তোমার যা ইচ্ছা তাই করতে পারো প্রয়োজনে মামলা করো আমার কোন সমস্যা নেই। কিন্তু প্রমান সরুপ দেখা যায় তিনি সালিশ করেছেন ২২/০১/২০২০ ইং রোজ বুধবার সকাল দশটায় ৭ নং পাট্টা ইউনিয়ন পরিষদে।

এই শালিস সম্পর্কে পাট্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রব মুনা বিশ্বাসের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এ শালিস করিনাই আমি সম্পর্কে কিছুই জানি না।

জাহিদুর রহমান কোন কিছু না বুঝতে পেরে থানায় যান মামলা করতে কিন্তু তার আগেই আব্দুর রব মুনা বিশ্বাস থানায় বলে রাখেন যে জাহিদুর রহমানের কোন মামলা যেন থানায় না নেওয়া হয়, যার কারণে জাহিদুর রহমান থানায় মামলা করতে গেলেও তার মামলা থানায় নেওয়া হয়না। আব্দুর রব মুনা বিশ্বাসের এমন অপকর্মের জন্য শত শত জাহিদুরের জীবণে নেমে আসছে অন্ধকার। আব্দুর রব মুনা বিশ্বাসের এমন অপকর্ম দেখার যেন কেউ নেই।

(একে/এসপি/ডিসেম্বর ১২, ২০২০)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test