E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরীর ৮০তম মৃত্যুবার্ষিকী পালিত

২০২০ ডিসেম্বর ১৫ ১৬:১২:৩৮
সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরীর ৮০তম মৃত্যুবার্ষিকী পালিত

আবুল কালাম আজাদ, রাজবাড়ী : দেশ বরেণ্য রাজবাড়ী জেলার পাংশার কৃতি সন্তান বাংলা সাহিত্যের কিংবদন্তি সহিত্যিক মরহুম ইয়াকুব আলী চৌধুরীর ৮০তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়।

রাজবাড়ীর পাংশায় নানা কর্মসুচীর মধ্য দিয়ে ১৫ ডিসেম্বর মঙ্গল বার সকালে পাংশা উপজেলার মাগুরাডাঙ্গী গ্রামে সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরীর সমাধিস্থলে “এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারের” উদ্যোগে মৃত্যুবার্ষিকী পালন করা হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারের সভাপতি ও পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র এর সভাপতিত্বে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ। সাহিত্যিক এয়াকুব আলীর রচিত গ্রন্থের মধ্যে মানব মুকুট, শান্তিধারা, ধর্মের কাহিনী, নূরনবী সর্বাধিক পাঠিত ও কোহিনূর পত্রিকার সম্পাদক ছিলেন এয়াকুব আলী চৌধুরী।

৮০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়। বক্তারা জোড়ালো ভাবে দাবী করেন সরকারিভাবে দেশব্যাপী এই ক্ষনজন্মা সাহিত্যিকের জন্ম ও মৃত্যুবার্ষিকী পালনসহ তার সমাধি স্থলে একটি স্মৃতিকমপ্লেক্স নির্মানের জোর দাবী জানায় ।

(একে/এসপি/ডিসেম্বর ১৫, ২০২০)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test