E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরকারীদের প্রতিহত করার আহ্বান সাতক্ষীরা জেলা আ. লীগের

২০২০ ডিসেম্বর ১৬ ২১:৩৪:৫৯
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরকারীদের প্রতিহত করার আহ্বান সাতক্ষীরা জেলা আ. লীগের

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা  আওয়ামী লীে গর উদ্যোগে বুধবার বিকেল চারটায় সাতক্ষীরা  সদর হাসপাতালের সামনে বঙ্গবন্ধু চত্বরে অনুষ্ঠিত বিজয় সমাবেশে সভাপতিত্ব করেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: শাহাদৎ হোসেন । 

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ বীরমুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক অধ্যাপক আবু আহমেদ, অ্যাড. অনীত মুখার্জি, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এস এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি রাশেদুজ্জামান রাশি, মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লায়লা পারভীন সেজুতি, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জহুরুল হক নান্টু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান প্রমুখ।

বিজয় সমাবেশে বক্তারা বলেন, যে মানুষটি বাংলাদেশকে স্বাধীন করার জন্য নিজের সর্বস্ব বিলিয়ে দিয়েছিলো তাকে স্বপরিবারে বিপথগামী সেনারা নৃশংসভাবে হত্যা করেছিলো। আজ তাকে বাঙ্গালির জাতির কাছে স্মরণীয় করতে নির্মিত ভাস্কর্যের বিরোধীতাকারীরা সেই দিনও বাংলাদেশের বিরুদ্ধে ছিলো। তারা চায়নি বাংলাদেশ স্বাধীন হোক।

আজ বঙ্গবন্ধু ভাস্কর্য নির্মাণে বাধা দিচ্ছে খোজ নিয়ে দেখেন তাদের পূর্ব পূরুষরা রাজাকার ছিলো। যার জন্ম না হলে বাংলাদেশ নামক ভূখন্ড পৃথিবীর বুকে স্থান পেত না। কত বড় ঔর্দ্ধত্য না হলে সেই সর্বকালের শ্রেষ্ট মানুষের ভাস্কর্য ভাংচুর করতে পারে । বঙ্গবন্ধুর বাংলাদেশে তার ভাস্কর্য ভাংচুরকারীদের স্থান হবে না। ১৯৭১ সালে বাঙালি যেমন রক্তের বিনিময়ে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল আজও রক্ত দিয়ে হলেও বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরকারীদের প্রতিহত করার আহ্বান জানান বক্তারা।

(আরকে/এসপি/ডিসেম্বর ১৬, ২০২০)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test