E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘সীমান্ত হত্যার প্রতিবাদ না করে ভারতের সাথে রাখিবন্ধনের কথা বলেছেন কাদের’

২০২০ ডিসেম্বর ২৪ ১৮:১৪:৪৬
‘সীমান্ত হত্যার প্রতিবাদ না করে ভারতের সাথে রাখিবন্ধনের কথা বলেছেন কাদের’

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘গতকাল ভারতীয় হাই কমিশনারের সামনে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন ভারতের সাথে আমাদের সম্পর্ক রাখিবন্ধনে আবদ্ধ। কিন্তু কালকেই ময়মনসিংহের হালুয়াঘাটে এক বাংলাদেশীকে ভারতীয় বিএসএফ গুলি করে হত্যা করেছে। লালমনিরহাটেও একজন নারীকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। ওবায়দুল কাদের সাহেব যদি জনগণের ভোটে মন্ত্রী হতেন তাহলে প্রথমে এই ঘটনার প্রতিবাদ জানাতেন। আপনি সেই কড়া প্রতিবাদ না করে আপনি রাখি বন্ধনে আবদ্ধের কথা জানালেন। অথচ নদ-নদীতে পানি নাই আর প্রতিটি সীমান্তে আমাদের বাংলাদেশী ভাইকে হত্যা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তার জন্য আপনারা কোন কথা বলেন না।’

বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বৃহস্পতিবার ২য় দিনে কুড়িগ্রামে পৌরসভা নির্বাচনে বিএনপি’র প্রার্থী শফিকুল ইসলাম বেবুর পক্ষে প্রচারনা চালানোর সময় এসব কথা বলেন।

এসময় জেলা বিএনপি’র সভাপতি তাসভীর-উল ইসলাম, সহসভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

(পিএস/এসপি/ডিসেম্বর ২৪, ২০২০)

পাঠকের মতামত:

০১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test