E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

বালিয়াকান্দিতে চক্ষু ও দন্ত চিকিৎসকসহ ২ হোটেলকে জরিমানা

২০২০ ডিসেম্বর ২৫ ১৬:২৭:৩৩
বালিয়াকান্দিতে চক্ষু ও দন্ত চিকিৎসকসহ ২ হোটেলকে জরিমানা

আবুল কালাম আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর বালিয়াকান্দি বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে চক্ষু ও দন্ত চিকিৎসক এবং ২ হোটেলকে জরিমানা করেছে।

গতকাল বৃহস্পতিবার রাজবাড়ীর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রেজওয়ানা নাহিদ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

অভিযানে বালিয়াকান্দি বাজারে চক্ষু বিষয়ে চিকিৎসার কোন অনুমোদন না থাকা এবং সরকারি বিধি নিষেধ অমান্য করে চক্ষু চিকিৎসা সেবা দেওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫২ ধারায় রামপদ বিশ্বাসকে ৫ হাজার টাকা, বিষ্ণুকুন্ডু হোটেল ও মিষ্টান্ন ভান্ডারকে ৫৩ ধারায় ২ হাজার টাকা, কাঁচা লঙ্কা ফাষ্ট ফুডকে ৪৫ ধারায় ২ হাজার টাকা এবং সাধন ডেন্টাল কেয়ারের মনিন্দ্রনাথ মজুমদারকে সেবার মূল্য তালিকা না থাকা, দন্ত চিকিৎসার কোন অনুমোদন না থাকা ও সরকারি বিধি নিষেধ অমান্য করে দন্ত চিকিৎসা দেওয়ায় ৩৯ ও ৫২ ধারায় ৮ হাজার টাকাসহ মোট ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা ও প্রসিকিউটর ছিলেন, জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য্য কুমার প্রামানিক, শৃঙ্খলায় আনসার বাহিনীর একটি টিম। জনস্বার্থে এ অভিযান সবসময় অব্যহত থাকবে।

(একে/এসপি/ডিসেম্বর ২৫, ২০২০)

পাঠকের মতামত:

১৪ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test