E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

পাথরঘাটায় সংখ্যালঘুর জমি জোরপূর্বক চাষাবাদের চেষ্টা, বাধা দেয়ায় কুপিয়ে জখম ৪

২০২১ ফেব্রুয়ারি ০১ ১৭:২৪:৫২
পাথরঘাটায় সংখ্যালঘুর জমি জোরপূর্বক চাষাবাদের চেষ্টা, বাধা দেয়ায় কুপিয়ে জখম ৪

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় সংখ্যালঘুদের জমি জোরপূর্বক চাষাবাধের চেষ্টাকালে বাধা দেয়ায় ধারালো রামদা দিয়ে কুপিয়ে ৪জনকে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা ঘটে ৩১ জানুয়ারি রবিবার বিকেল পাঁচটায় পাথরঘাটার কালমেঘা ইউনিয়নের কালীবাড়ি গ্রামে।

ওই গ্রামের মৃত তৈয়ব আলী জমাদ্দারের ছেলে জিএম খলিল ও তার ছেলে তানভীর , ভাগ্নে সোলেমান এবং ভাইয়ের ছেলে আলামিন সহ বেশ কয়েকজন সঙ্গবদ্ধ হয়ে ধারালো রামদা, লোহার রড ও হকিস্টিক দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে রক্তাক্ত জখম করে সংখ্যালঘু পরিবারের ৬সদস্যকে। এদের মধ্যে ধারালো রামদায়ের কোপে এবং হকিস্টিক লোহার রডের আঘাতে আহত চারজনকে পাথরঘাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন গোবিন্দ শীল (৬০), ও তার স্ত্রী মঞ্জু রানি (৫০) আপন ভাই হরে কৃষ্ণ শীল (৫০) এবং তার ছেলে গৌতম চন্দ্র শীল (২৫)। এছাড়াও আহত হয়েছেন হরে কৃষ্ণ শীলের মেয়ে মিতালী এবং গোবিন্দ শীলের ভাইয়ের ছেলে বউ পপি রানী।

এ ঘটনায় রবিবার রাতেই পাথরঘাটা থানায় একটি মামলা দায়ের করেছেন বলে গোবিন্দ শীলের ছেলে উত্তম চন্দ্র শীল সাংবাদিকদের জানান ।

এ রিপোর্ট তৈরিকালে সোমবার বিকেল ৩টা পঞ্চাশে পাথরঘাটা থানার ওসি শাহাবুদ্দিনের অফিশিয়াল নম্বর বন্ধ পাওয়া যায়। ডিউটি অফিসার খোকন জানান এ ধরনের কোনো মামলা সম্ভবত হয়নি।

রক্তাক্ত জখম গোবিন্দ শীলের ছেলে উত্তম কুমার শীল লোমহর্ষক এই ঘটনা বর্ণনা দিতে গিয়ে বলেন আমার সামনেই ওরা ঝাঁপিয়ে পড়ে আমার মা-বাবার ওপরে। ওরা উপর্যুপরি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত করে কেবল থেমে থাকেনি। জীবননাশের হুমকি এবং দেশ ছাড়ার হুমকি দিতে থাকে ঘটনার সময়। চোখের সামনে বাবা মার উপরে রক্তাক্ত হামলা সন্তান হয়ে আমাকে দেখতে হল। আমি এসব সহ্য করতে পারছিনা।

এদিকে রবিবারের ওই ঘটনায় এলাকার সংখ্যালঘুদের মাঝে এক ধরনের ভীতিকর অবস্থা বিরাজ করছে বলে খোঁজ নিয়ে জানা গেছে।

জিএম খলিল ও তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে স্থানীয়রা অভিযোগ করে বলেন, নানা কৌশলে হিন্দুদের জমি আত্মসাত করা-ই হলো তার কাজ।

এদিকে অভিযুক্ত হামলাকারী জিএম খলিল ও তার ভাইয়ের ছেলে আলামিন হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানা গেছে।

(এটি/এসপি/ফেব্রুয়ারি ০১, ২০২১)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test