E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শপথ নিলেন জামালপুরের চার পৌর মেয়র কাউন্সিলরা 

২০২১ মার্চ ১৮ ২২:৪৫:৪৯
শপথ নিলেন জামালপুরের চার পৌর মেয়র কাউন্সিলরা 

জামালপুর প্রতিনিধি : চতুর্থ ও পঞ্চম ধাপে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে জামালপুরের চার পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ নিয়েছেন।

বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহিদ আব্দুল জব্বার মিলনায়তনে শপথ গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান।

এতে জামালপুর, মেলান্দহ, ইসলামপুর ও মাদারগঞ্জ পৌরসভার চার মেয়র, ৩৯ কাউন্সিলর ও সংরক্ষিত আসনের ১৩ কাউন্সিলর শপথ নেন।

চার পৌরসভার মেয়র হলেন, জামালপুরে মো. ছানোয়ার হোসেন ছানু, মেলান্দহে শফিক জাহেদী রবিন, ইসলামপুরে আব্দুল কাদের শেখ ও মাদারগঞ্জে মির্জা গোলাম কিবরিয়া কবীর।

জামালপুরের চার পৌরসভার মধ্যে ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে মেলান্দহ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকি তিন পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয় পঞ্চম ধাপে ২৮ ফেব্রুয়ারি।

শপথবাক্য পাঠ করানোর পর নবনির্বাচিত জনপ্রতিনিধিগণকে অভিনন্দন জানিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার।

(আরআর/এসপি/মার্চ ১৮, ২০২১)

পাঠকের মতামত:

০৯ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test