E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

রাজবাড়ীতে শিশু ধর্ষণ চেষ্টা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

২০২১ মার্চ ২০ ১৮:৫১:২৭
রাজবাড়ীতে শিশু ধর্ষণ চেষ্টা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

আবুল কালাম আজাদ, রাজবাড়ী : রাজবাড়ী থানা পুলিশের অভিযানে শিশু ধর্ষণের চেষ্টা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

রাজবাড়ী জেলার পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান এর সার্বিক নির্দেশনায় এবং রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমজার এর সার্বিক তত্বাবধানে এস আই (নিঃ) হিরন কুমার বিশ্বাস সংগীয় এএসআই মোঃ দেলোয়ার হোসেন এবং এএসআই অনুপ কুমার সরকারকে সহ রাজবাড়ী থানাধীন সূর্যনগর রেলষ্টেশন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাজবাড়ী থানার মামলা নং-১৭, তারিখ ১২/১০/২০১২ খ্রিঃ ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন/২০০০ (সংশোধনী/২০০৩) এর ৯(৪)(খ), যাহা নারী ও শিশু মামলা নং-৪৯/১৩ মামলার ০৫(পাঁচ) বৎসরের সশ্রম কারাদন্ড, ১০,০০০/-টাকা জরিমানা অনাদায়ে আরো ০৬ মাস সশ্রম কারাদন্ড প্রাপ্ত মিজানপুর ইউনিয়নের নাওডুবি গ্রামের হালিম শেখ এর ছেলে পলাতক আসামী মোঃ রতন শেখ (৪৫) শুক্রবার দিবাগত রাত্রী ১০.৪৫ মিনিটে গ্রেফতার করে রাজবাড়ী থানা পুলিশ।

রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিজ্ঞ বিচারক গত ২৪/০৩/২০২০ খ্রিঃ তারিখে অত্র মামলার রায় ঘোষনা করেন।

নাবালিকা শিশুটিকে ধর্ষনের চেষ্টার ঘটনার শিশুটির পিতা বাদী হয়ে গত ১২/১০/২০১২ খ্রিঃ তারিখে রাজবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে উল্লেখিত মামলা দায়ের করেন।

রাজবাড়ী থানায় মামলা রুজুর পর থেকেই আসামী রতন শেখ দেশের বিভিন্ন স্থানে আট বৎসর যাবৎ পলাতক অবস্থায় জীবন যাপন করছিল।

(একে/এসপি/মার্চ ২০, ২০২১)

পাঠকের মতামত:

১৩ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test