E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

আশুগঞ্জে ২২ দাঙ্গাবাজকে সাজা

২০১৪ আগস্ট ২৭ ১৮:১৬:০৬
আশুগঞ্জে ২২ দাঙ্গাবাজকে সাজা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ২২ দাঙ্গাবাজকে সাজা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্দ্বীপ কুমার সিংহের ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে এক মাস করে কারাদন্ড প্রদান করেন।

এর আগে ইউনিয়ন পরিষদের দুই সদস্যের (মেম্বার) সমর্থকদের মধ্যে বুধবার সকালে ফের সংঘর্ষ হয়। এতে অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষ থামাতে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি দুই রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

সাজাপ্রাপ্তরা হলো, হযরত আলী, মুসা মিয়া, ইসহাক মিয়া, সুমন মিয়া, খোকন মিয়া, শুক্কুর আলী, সোহেল মিয়া, রমজান মিয়া, মামুন মিয়া, সোহেল মিয়া, ফাইজুর রহমান, আবুল কালাম, সোহাগ মিয়া, দুলাল মিয়া, রানা মিয়া, হুমায়ুন মিয়া, মো. আল-আমিন, লুলু মিয়া, এনামুল হক, সেলিম মিয়া, ইউসুফ মিয়া, মো. আল-আমিন। সাজাপ্রাপ্তদেরকে বিকেলে জেলহাজতে পাঠানো হয়।

আশুগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. তোফাজ্জল হোসেন বুধবার বিকেলে জানান, ধরপাকড়ের পর এলাকার পরিস্থিতি শান্ত আছে। সাজাপ্রাপ্তদেরকে বিকেলে জেলহাজতে পাঠানো হয়েছে।

(এসসিিএটিআর/আগস্ট ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

০৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test