E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

বালিয়াকান্দিতে ট্রাকে মাটি নিতে বাধা দেয়ায় বাড়িতে হামলা ও মারধরের অভিযোগ

২০২১ মার্চ ২৯ ১৬:২০:৫৫
বালিয়াকান্দিতে ট্রাকে মাটি নিতে বাধা দেয়ায় বাড়িতে হামলা ও মারধরের অভিযোগ

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দিতে পুকুরের খননকৃত মাটি ট্রাকে করে নিতে বাধা দেওয়ায় বসতবাড়ীতে হামলা ও পুকুর খনন কাজে নিয়োজিতদের মারধরের পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে উপজেলার বহরপুর ইউনিয়নের নতুনচর গ্রামের এ হামলার ঘটনা ঘটেছে।

নতুনচর গ্রামের আমজাদ মৃধার ছেলে আক্তারুজ্জামান মৃধা অভিযোগ করে বলেন, পাশের পুকুর খননের মাটি ট্রাকে করে আমাদের জায়গার উপর দিয়ে নিয়ে যেতে বাধা দেওয়ায় সোমবার দুপুরে জাহিদুল ইসলাম, তারেকুজ্জামান, মিনহাজ শেখ, শিপন মৃধা, মিল্টন মৃধা, মিলন শেখসহ ৪০-৫০জন আমার নিজবাড়ীর বসত ঘর ও রাজীব মৃধার বসতঘরে হামলা চালিয়ে ভাংচুর করে। তাদের ভয়ে বাড়ীর গৃহবধু ও পুরুষ লোক পালিয়ে প্রাণে রক্ষা পায়।

জাহিদুল ইসলাম বলেন, পুকুর খননের শুরু থেকেই আক্তার মৃধা, রাজীব মৃধাসহ তাদের লোকজন নানা ভাবে বন্ধ করাসহ ষড়যন্ত্র করে আসছিল। তারা লোকজন নিয়ে পুকুর খননের কাজে নিয়েজিত শিপন মৃধা, মিল্টন মৃধা, জিল্লু ও ভেকুর ড্রাইভারসহ লোকদেরকে মারধোর করে। আমরা বিষয়টি জানতে সেখানে গেলে সেখানে উত্তেজনার সৃষ্টি হয়।

বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

(একে/এসপি/মার্চ ২৯, ২০২১)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test