E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

মগবাজারে তিন খুন

সন্ত্রাসী কালাবাবুর সহযোগী আটক

২০১৪ আগস্ট ২৯ ০৯:৪৫:৪৪
সন্ত্রাসী কালাবাবুর সহযোগী আটক

স্টাফ রিপোর্টার : মগবাজারের ট্রিপল মার্ডারের ঘটনায় অভিযুক্ত কালাবাবুর ১ সহযোগীকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১২টায় নিউমার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছে সিআইডি সূত্র।

এর আগে রাত সোয়া আটটায় রাজধানীর মগবাজারের ওয়ারলেস গেট এলাকা সংলগ্ন সোনালীবাগে অবস্থিত ৭৮ নং হোল্ডিংয়ের বাড়িতে ঢুকে বিল্লাল হোসেন (২২), মুন্না (২০) ও বৃষ্টি (৩২) নামের তিনজনকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।

এ ঘটনায় আহত হন বৃষ্টির ছোট ভাই হৃদয়। তিনি বর্তমানে ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে রমনা থানার ওসি মশিউর রহমান জানান, একটি বাড়ির সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে সন্ত্রাসী কালাবাবুর নেতৃত্বে সন্ত্রাসীরা এ ঘটনা ঘটায়।

নিহত বৃষ্টির ভাই শামীম জানান, বাড়ির দেওয়াল তৈরিকে কেন্দ্র করে সন্ত্রাসী কালাবাবু আমাদের ৭৮নং সোনালীবাগের বাড়িতে ঢুকে এলোপাথারি গুলি করে।

রাত দশটার দিকে ঘটনাস্থল সোনালীবাগের ওই বাড়ি পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় তিনি দ্রুততম সময়ের মধ্যে এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার আশ্বাস দেন।

পুলিশের কয়েকটি দল হত্যাকারীদের সন্ধানে মাঠে নেমেছে বলে জানিয়েছিলেন আইজিপি হাসান মাহমুদ খন্দকার।

(ওএস/এইচআর/আগস্ট ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test