E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

বোয়ালমারীতে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি জলাশয় ভরাট করে ব্যক্তিগত রাস্তা তৈরির অভিযোগ 

২০২১ এপ্রিল ১৭ ১৮:০৪:১৭
বোয়ালমারীতে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি জলাশয় ভরাট করে ব্যক্তিগত রাস্তা তৈরির অভিযোগ 

বিশেষ প্রতিবেদক : ফরিদপুরের বোয়ালমারীতে সড়ক ও জনপথ বিভাগের নিয়ন্ত্রণাধীন এক সরকারি জলাশয়ের একাংশ বালু দিয়ে ভরাট করে ব্যক্তিগত রাস্তা তৈরির অভিযোগ উঠেছে পৌরসভার সাবেক এক কাউন্সিলরের বিরুদ্ধে। সড়ক ও জনপথ অধিদপ্তরের সড়ক বিভাগের ফরিদপুর অঞ্চলের উপ-বিভাগীয় প্রকৌশলী আবুল হোসেন বালু দিয়ে ওই জলাশয় ভরাট বন্ধের নির্দেশ দানের জন্য সুপারভাইজার মো. কাইউম মোল্যাকে পাঠান। কিন্তু নির্দেশনা অমান্য করে বালু দিয়ে জলাশয় ভরাটের কাজ চালিয়েছেন পৌরসভার সাবেক ওই জনপ্রতিনিধি। 

জানা যায়, মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী পৌরসভাধীন 'বোয়ালমারী জর্জ একাডেমি'থর পূর্ব পাশে একটি সরকারি জলাশয়ের একাংশ ভরাট করছে বোয়ালমারী পৌরসভার ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং বিএনপি নেতা মো. আতিকুল ইসলাম। ওই জলাশয়টি সরকারি এবং ফরিদপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন সড়ক বিভাগের নিয়ন্ত্রণাধীন। অভিযোগের ভিত্তিতে সড়ক ও জনপথ অধিদপ্তরের সড়ক বিভাগের ফরিদপুর অঞ্চলের উপ-বিভাগীয় প্রকৌশলী আবুল হোসেন বালু দিয়ে ওই জলাশয় ভরাট বন্ধের নির্দেশ দানের জন্য সুপারভাইজার মো. কাইউম মোল্যাকে পাঠান।

এ ব্যাপারে ফরিদপুর সড়ক বিভাগের সুপারভাইজার মো. কাইউম মোল্যা বলেন, 'আমি ঘটনাস্থলে গিয়ে কাউকে না পাওয়ায় এবং অভিযুক্ত ফোন রিসিভ না করায় আমি তার ভাইকে ভরাট কাজ বন্ধ করার জন্য বলেছি।'
অভিযুক্ত সাবেক কাউন্সিলর মো. আতিকুল ইসলাম বলেন,'ওই জলাশয়ের পেছনে আমার ব্যক্তিগত জায়গা। সেখানে যাওয়ার জন্য আমি জলাশয়ের একাংশ ভরাট করে রাস্তা তৈরি করছি।'

এ ব্যাপারে ফরিদপুর সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আবুল হোসেন বলেন,'আমি বিষয়টি গতকালই জেনেছি। আমার ওয়ার্ক এসিস্ট্যান্টকে পাঠাচ্ছি। সে গিয়ে ভরাটের কাজ বন্ধ করে দেবে।'

(কেএফ/এসপি/এপ্রিল ১৭, ২০২১)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test