E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

ফতুল্লায় গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ নারীর মৃত্যু

২০২১ এপ্রিল ২৬ ১৬:৪৯:০০
ফতুল্লায় গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ নারীর মৃত্যু

মোঃ শান্ত, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে ফতুল্লায় পশ্চিম তল্লা এলাকার একটি ফ্ল্যাটে গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মারা যাওয়া ওই নারীর নাম আলেয়া বেগম (৪০)।

সোমবার (২৬ এপ্রিল) ভোরে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি মারা যান।
এদিকে বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন মৃত আলেয়া বেগমের স্বামী হাবিবুর রহমান ও শাশুড়ি সামান্তা বেগম। চিকিৎসকরা স্বজনদের জানিয়েছেন, তাঁদের অবস্থা আশঙ্কাজনক।

আলেয়া বেগমের আত্মীয় মনতাজ মিয়া গণমাধ্যমকে বলেন, বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আলেয়া বেগমের মৃত্যু হয়েছে। তাঁর শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। আইসিইউতে চিকিৎসাধীন আলেয়া বেগমের স্বামী হাবিবর রহমানের ৮৫ শতাংশ ও শাশুড়ি সামান্তা বেগমের শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে। তাঁদের দুজনের অবস্থা ও আশঙ্কাজনক। এ ছাড়া সামিউলের শরীরের ১০ শতাংশ, তাবাসসুম মীমের শরীরের ২৫ শতাংশ, মীমের ৩ মাস বয়সী ছেলে মাহিরের ২০ শতাংশ, লিমনের ২০ শতাংশ পুড়ে গেছে। তাঁরা বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার ভোরে শহরের পশ্চিম তল্লা এলাকার তিনতলা ভবনের ফ্ল্যাটবাড়িতে গ্যাসের লিকেজ থেকে জমে থাকা গ্যাস বিস্ফোরণে এক শিশুসহ দুটি পরিবারের ১১ জন দগ্ধ হন।

(এস/এসপি/এপ্রিল ২৬, ২০২১)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test