E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ফরিদপুরে ক্ষুদ্র নৃ-তাত্বিক জনগোষ্ঠীর বরাদ্দ সুষম বন্টনের দাবি 

২০২১ এপ্রিল ২৯ ১৭:২৫:৪৫
ফরিদপুরে ক্ষুদ্র নৃ-তাত্বিক জনগোষ্ঠীর বরাদ্দ সুষম বন্টনের দাবি 

দিলীপ চন্দ, ফরিদপুর : বাংলাদেশ সরকারের প্রবর্তিত ক্ষুদ্র নৃ-তাত্বিক জনগোষ্ঠীর জন্য অর্থ বছরের বরাদ্দ গেজেট ভুক্ত সম্প্রদায়ের মধ্যে সুষম বন্টনের দাবি করলেন ফরিদপুর সদর উপজেলার কানাইপুরস্থ ক্ষুদ্র নৃ-তাত্বিক জনগোষ্ঠী কল্যাণ মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি ভাগ্য সরকার।

তিনি বলেন, সরকারের সমবায় আইনের গেজেট ভুক্ত যে সব সম্প্রদায়ের মধ্যে বরাদ্দ দেবার নিয়ম রয়েছে তা যেন পালন করা হয়। চলমান আদিবাসীদের বরাদ্দের ক্ষেত্রে তাকে বাদ দিয়ে গেজেট ভুক্ত নয় এমন ব্যক্তিদ্বয়ের মাধ্যমে বরাদ্দ দেওয়া হচ্ছে যা সঠিক নয়।

এ বিষয়ে তিনি গত ১৬ই মার্চ ও ১ এপ্রিল ও সর্বশেষ ২০ এপ্রিল জেলা প্রশাসক বরাবর একটি আবেদন করেন। আবেদনটি জেলা প্রশাসকের কার্যালয় গ্রহণ করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে তিনি জানান।

কানাইপুরের একটি রাজনৈতিক সিন্ডিগেট তাদের নিজস্ব স্বার্থ হাসিলের জন্য আদিবাসী সংগঠনগুলোর মধ্যে বিভাজন তৈরী করছে বলে তিনি অভিযোগ করেন।

(ডিসি/এসপি/এপ্রিল ২৯, ২০২১)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test