E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

ফতুল্লার দেলপাড়ায় জুয়ার আস্তানায় অভিযান, গ্রেফতার ৫

২০২১ মে ৩০ ১৬:৫৭:১২
ফতুল্লার দেলপাড়ায় জুয়ার আস্তানায় অভিযান, গ্রেফতার ৫

এমডি অভি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের  থানার পূর্ব দেলপাড়া এলাকায় অবৈধ জুয়ার আস্তানায় অভিযান চালিয়েছে র‌্যাব-১১। গত ২৯ মে রাত পৌনে ১১ টায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জুয়া খেলার নগদ ৬ হাজার ৯৯৫ টাকা ও জুয়ার সরঞ্জামাদি উদ্ধারসহ ৫ জন জুয়াড়ি’কে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন পটুয়াখালী মোঃ সাহাব উদ্দীন (৪৫), নারায়ণগঞ্জের মোঃ আনোয়ার হোসেন (৪৩), মোঃ ফারুক মিয়া (৩৫), গাইবান্ধার মোঃ মমিন (৪০), ময়মনসিংহের মোঃ রফিক (৩৫)।

রবিবার বিকালে র‌্যাব-১১ এর সিনিঃ এএসপি (সিপিএসসি আদমজীনগর) প্রণব কুমার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

তিনি জানান, একটি সংঘবদ্ধ চক্র ফতুল্লা থানার পূর্ব দেলপাড়া খোদাই বাড়ী মহল্লার মোঃ বাবুল মিয়ার বাড়ীর সামনে ফাঁকা জায়গায় বেশ কিছুদিন ধরে নানা কায়দায় জুয়ার আসর চালিয়ে আসছিল। কখনো গোপনে আবার কখনো কখনো প্রকাশ্যে চলতো এই জুয়ার আসর। সেখানে প্রায় শতাধিক লোক নিয়মিত নিষিদ্ধ জুয়া খেলায় অংশ নিতো। গ্রেফতারকৃতরা আরো জানায় তারা বেশ কিছু দিন যাবত নিষিদ্ধ জুয়ার আসর চালিয়ে আসছিল। নিষিদ্ধ জুয়ার আস্তানা বন্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

(এ/এসপি/মে ৩০, ২০২১)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test