E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জামালপুরে ১৭০ নমুনা পরীক্ষায় আরও ৩৪ জন শনাক্ত

২০২১ জুলাই ১০ ১২:৫৩:৩৬
জামালপুরে ১৭০ নমুনা পরীক্ষায় আরও ৩৪ জন শনাক্ত

জামালপুর  প্রতিনিধি : জামালপুরে একদিনে ১৭০ টি নমুনা পরীক্ষায় আরও ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০ শতাংশ। এ নিয়ে জেলায় মোট ২৭৫৭২ টি নমুনা পরীক্ষায় ৩৩৬৭ জনের করোনা শনাক্ত হলো। মোট শনাক্তের হার ১২ দশমিক ২১ শতাংশ।

শনাক্তদের মধ্যে জামালপুর সদর ১০ জন, মেলান্দহ ১ জন, মাদারগঞ্জ ১ জন, ইসলামপুর ২ জন ও সরিষাবাড়ী ১১ জনসহ ২৫ জন সুস্থ হয়েছেন। সর্বমোট সুস্থ হয়েছেন ২৬৭৪ জন। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে ৬৪ জন রোগীর মৃত্যু হয়েছে।

শনিবার (১০ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস এসব তথ্য জানান।

তিনি আরও জানান, নতুন শনাক্তদের মধ্যে জামালপুর সদরে রয়েছেন ১৮ জন, মেলান্দহে ২ জন, মাদারগঞ্জে ১ জন, ইসলামপুরে ১১ জন ও সরিষাবাড়ীতে ২ জন।

সর্বশেষ এলাকা ভিত্তিক শনাক্তঃ
জামালপুর সদরের ডিসি অফিস ২ জন, মনিরাজপুর, পুরাতন ওয়াপদা, দেওয়ানপাড়া, রশিদপুর, তিতপল্যা, খুপিবাড়ী, সর্দারপাড়া, বোষপাড়া, মুকুন্দবাড়ী, PBI (পিবিআই), নারিকেলী, শাহপুর, নরুন্দী ২ জন, কাচারীপাড়া ও বোর্ডঘর।

উপজেলার মধ্যে মেলান্দহ উপজেলার মেলান্দহ সদর ও পচাঁবহলা। মাদারগঞ্জের দিঘলকান্দি। ইসলামপুর উপজেলার ইসলামপুর সদর, গোয়ালের চর, টেংরাকূড়া ২ জন, রায়েরপাড়া, দরিয়াবাদ ৩ জন, বেলগাছা, গঙ্গাপাড়া ও কিংজাল্লাহ। সরিষাবাড়ী উপজেলার আদ্রা ও বড়বাড়ীয়া।

(আরআর/এএস/জুলাই ১০, ২০২১)

পাঠকের মতামত:

০১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test