E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

নওগাঁয় ৭১২টি মণ্ডপে শারদীয় দূর্গা পুজোর আয়োজন

২০১৪ সেপ্টেম্বর ০৬ ১৬:৪০:৩৭
নওগাঁয় ৭১২টি মণ্ডপে শারদীয় দূর্গা পুজোর আয়োজন

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলায় এবার ৭১২টি মন্ডপে শারদীয় দূর্গা পুজোর আয়োজন করা হয়েছে। সেই মোতাবেক ব্যাপক প্রস্তুতি নিয়েছে সংশ্লিষ্ট পুজো মন্ডপের আয়োজকরা। শনিবার দুপুরে শহরের রাধা-গোবিন্দ জিউ ঠাকুরবাড়িতে (আখড়াবাড়ি) অনুষ্ঠিত জেলা পূজা উদযাপন পরিষদের সভায় এ তথ্য জানানো হয়। তবে কোন কোন উপজেলায় পুজো মন্ডপের সংখ্যা আরো বাড়তে পারে বলে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উল্লেখ করেছেন।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল কৃষ্ণ সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা জুড়ে সুষ্ঠু ও সুন্দরভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপনের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন, সহ-সভাপতি বিশ্বজিৎ সরকার মনি, এ্যাডভোকেট পিযুষ কুমার সরকার, চিত্তরঞ্জন সাহা, সুভাস চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক বিভাস মজুমদার গোপাল, গৌতম দে, প্রবীণ কুমার দাস প্রমুখ। প্রাপ্ত তথ্য অনুযায়ী এবার নওগাঁ সদর উপজেলায় ১০৫টি, রানীনগরে ৪১টি, আত্রাইয়ে ৪৫টি, পোরশায় ১৮টি, সাপাহারে ১২টি, নিয়ামতপুরে ৫৯টি, মান্দায় ১১৫টি, মহাদেবপুরে ১৩৫টি, পত্নীতলায় ৭১টি, বদলগাছীতে ৮৫টি এবং ধামইরহাটে ২৬টি মন্ডপে দূর্গা পুজোর আয়োজন করা হয়েছে। সভার আগে বেলা ১১টা থেকে জেলা কমিটির স্বর্গীয় নেতা আশীষ কুমার মন্ডল ও নবীন কুমার সাহার প্রয়াত আত্মার শান্তি কামনা করে শ্রীশ্রী গীতা পাঠের আয়োজন করা হয়।

(বিএম/এএস/সেপ্টেম্বর ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test