E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

পাট কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩

২০২১ আগস্ট ১১ ১৬:৩৬:২৩
পাট কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার চর রৌহা গ্রামে বজ্রপাতে দুলাল মিয়া (২৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। পাট কাটতে গিয়ে তিনি মারা যান। নিহত কৃষক ওই গ্রামের মকবুল মন্ডলের ছেলে।

অপরদিকে, উপজেলার তারাকান্দি এলাকায় বজ্রপাতে একই পরিবারের শ্বশুর ছালাম (৬০), পুত্রবধূ ফেরদৌসি (৩০) ও নাতনী ফাতেমা (৫) আহত হয়েছেন। বাড়ির পাশে বজ্রপাত হলে তারা গুরুতর আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার (১১ আগস্ট) দুপুরে বৃষ্টির সময় বজ্রপাত হলে এ দুর্ঘটনা ঘটে।

তথ্য নিশ্চিত করে সরিষাবাড়ি থানার ওসি মীর রকিবুল হক জানান, সকালে জমিতে পাট কাটতে যান কৃষক দুলাল মিয়া। দুপুরে বৃষ্টির সময় ওই ক্ষেতে বজ্রপাত হলে বিদ্যুতায়িত হয়ে তিনি মারা যান। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে

(আরআর/এসপি/আগস্ট ১১, ২০২১)

পাঠকের মতামত:

০৯ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test