E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

বন্দরে বাস ও মিলিং মেশিনের সংঘর্ষে নিহত ৩

২০২১ আগস্ট ১৬ ২৩:১২:৪৮
বন্দরে বাস ও মিলিং মেশিনের সংঘর্ষে নিহত ৩

এমডি অভি, নারায়ণগঞ্জ : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর দেওয়ানবাগ এলাকায় যাত্রীবাহি বাস এবং রাস্তা কাটার মিলিং মেশিনের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে।

নিহতরা সবাই স্থানীয় ইপিলিয়ন গার্মেন্টসের শ্রমিক। (১৬ ই আগষ্ট) সোমবার সন্ধা ৭.৩০ মিনিটের দিকে মদনপুর থেকে নাফ পরিবহণ নামের একটি বাস যাত্রী নিয়ে ঢাকার দিকে যাওয়ার পথে দেওয়ানবাগ বন্দর স্টীল মিলের সামনে রাস্তা কাটার মিলিং মেশিনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এসময় ঘটনাস্থলেই মাহমুদা খাতুন (৩০) মারা যায়। গুরুতর আহত অবস্থায় ১০/১৫ জনকে হাসপাতালে নিলে সাইফুল ইসলাম (৩২) ও অজ্ঞাত পরিচয়ের আরেক মহিলা শ্রমিকের মৃত্যু হয়।

কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান জানান, গার্মেন্টস ছুটির পর যাত্রী নিয়ে যাওয়ার পথে মিলিং মেশিনের সাথে মুখোমুখি সংঘর্ষে ২ জন নারী ও একজন পুরুষ মারা যায়।আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গাড়ী দুটি আটক করা হয়েছে।

(এমও/এসপি/আগস্ট ১৬, ২০২১)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test