E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ব্রহ্মপুত্র-ধরলা-তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত

কুড়িগ্রামে ৩০ হাজার মানুষ পানিবন্দী, যোগাযোগ বিচ্ছিন্ন

২০২১ আগস্ট ২৭ ১৮:২৬:৪৭
কুড়িগ্রামে ৩০ হাজার মানুষ পানিবন্দী, যোগাযোগ বিচ্ছিন্ন

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামে ব্রক্ষপুত্র, ধরলা ও তিস্তাসহ অর্ধশতাধিক নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, শুক্রবার (২৭ আগস্ট) দুপুরে ধরলার পানি বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ও ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে দেড় শতাধিক চর ও নদী সংলগ্ন গ্রাম এলাকা প্লাবিত রয়েছে। পানিবন্দী রয়েছে অন্তত ৩০ হাজার মানুষ। বিচ্ছিন্ন হয়ে গেছে চরের যোগাযোগ ব্যবস্থা। ৯টি উপজেলায় প্রায় ৮ হাজার হেক্টর জমির আমন ক্ষেত পানিতে তলিয়ে গেছে। 

সদর উপজেলার হলোখানা, যাত্রাপুর, পাঁচগাছি, ভোগডাঙা ও ঘোগাদহ ইউনিয়নের ২০টি গ্রামের বন্যার পানি ঢুকেছে। এসব এলাকার ৮০ ভাগ আমন ক্ষেত এখন পানির নিচে। ডুবে গেছে গ্রামীণ সড়ক। সদর উপজেলার হলোখানা ইউনিয়নের রাঙামাটি এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে রাঙামাটি, কাগজীপাড়া, হলোখানা, বড়লই, সারডোবসহ ১০টি গ্রামের কয়েকশ হেক্টর জমির আমন ক্ষেত তলিয়ে গেছে। চিলমারীতে বাঁধ সংলগ্ন ৫টি গ্রামে পানি ঢুকে ৫ শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।

এদিকে পানি বৃদ্ধির ফলে নদ-নদীর ভাঙনও তীব্ররুপ নিয়েছে। ধরলা, তিস্তা ও ব্রহ্মপুত্র, দুধকুমার ও গঙ্গাধরের ভাঙনে বিভিন্ন এলাকায় গত ২৪ ঘন্টায় আরো দুই শতাধিক পরিবার গৃহহীন হয়ে পড়েছে। রাজারহাট উপজেলার কিং ছিনাই গ্রামের ধরলার ভাঙনে গত এক সপ্তাহে ৩০টি পরিবার এবং ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বগুড়া পাড়ায় তিস্তার ভাঙনে ৩০টি পরিবার গৃহহীন হয়ে পড়েছে। ধরলা অববাহিকার মেকলি, কিং ছিনাই, জয়কুমর, সারডোব, জগমোহনের চর, তিস্তা অববাহিকায় গতিয়াশাম, খিতাবখা, রামহরি, হাবুরহেলান, ঠুটা পাইকর, হোকডাঙা, চর বজরা দুধকুমারের ভাঙনে রায়গঞ্জ ও বেরুবাড়িসহ ৩০টি পয়েন্টে নদী ভাঙন অব্যাহত রয়েছে।

শুক্রবার (২৭ আগস্ট) দুপুরে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম জানিয়েছেন আজও উজানে ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী মাসের দুই তারিখ পর্যন্ত পানি বাড়তে পারে। ফলে স্বল্প মেয়াদী একটি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

(পিএস/এসপি/আগস্ট ২৭, ২০২১)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test