E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

গোয়ালন্দে খাঁচার পাখি মুক্ত আকাশে উড়িয়ে দিলেন কৃষকলীগ নেতা হাবিবুর রহমান 

২০২১ সেপ্টেম্বর ২৭ ১৮:৫৩:৫৭
গোয়ালন্দে খাঁচার পাখি মুক্ত আকাশে উড়িয়ে দিলেন কৃষকলীগ নেতা হাবিবুর রহমান 

এমএ হীরা, গোয়ালন্দ (রাজবাড়ী) : শখের বশে পাখি পালন করার জন্য অস্ট্রেলিয়ান জাতের সাদা রঙের দুটি খাঁচায় বন্দী ঘুঘু পাখি কিনেছিলেন উপজেলা কৃষক লীগের সদস্য সচিব মোঃ হাবিবুর রহমান।

বেশ কিছুদিন অনেক আদর যত্নে লালন পালন করছিলেন এই ঘুঘু পাখি দুটি কে। তিনি একদিন হঠাৎ ভাবলেন খাঁচায় বন্দী করে পাখি পালন করা একটি অন্যায় কাজ। সদয় বুদ্ধি হল তার পাখি দুটিকে আকাশে উড়িয়ে দিয়ে অবমুক্ত করার।

এই ধারাবাহিকতায় সোমবার বিকালে খোলা আকাশে ঘুঘু পাখির দুটিকে ছেড়ে দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন কামরুল ইসলাম প্রফেসর মীর মশাররফ হোসেন কলেজ বালিয়াকান্দি, আরব আলী শিকদার অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য প্রমুখ।

হাবিবুর রহমান বলেন, অবৈধভাবে পাখি শিকার ও কেনাবেচা দণ্ডণীয় অপরাধ। তাই পাখি শিকারিদের সচেতন করতে হবে। তিনি আরো বলেন শখের বশে হলেও পাখি যারা খাঁচায় পাখি লালন পালন করেন তাদের প্রতি অনুরোধ রইল আপনারা খোলা আকাশের পাখিকে ছেড়ে দেন।

(এইচ/এসপি/সেপ্টেম্বর ২৭, ২০২১)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test