E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

‘শেখ রাসেল আলোকিত জীবন গড়ার মূর্ত প্রতীক’

২০২১ অক্টোবর ১৮ ১৭:৫৩:৪০
‘শেখ রাসেল আলোকিত জীবন গড়ার মূর্ত প্রতীক’

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেছেন, শহীদ শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু কিশোর, তরুন শুভ বৃদ্ধি সম্পন্ন সকল মানুষের কাছে মানবিক সত্তায় উদ্ভাসিত হয়ে আলোকিত জীবন গড়ার এক মূর্ত প্রতীক, ভালোবাসার অনন্য নাম।

তিনি আরো বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ইতিহাসের নিকৃষ্টতম হত্যাকান্ডের মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর আত্নস্বীকৃত খুনিরা তাঁকে হত্যা করে বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার নিশ্চিহ্ন করার যে হীন অপচেষ্টা করেছিল তা বর্তমানে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। শেখ রাসেল এর মত কোন শিশুই যেন আর কখনও কোনরূপ নির্মমতার শিকার না হয়, সারাবিশ্ব শিশুদের জন্য নিরাপদ হয়ে উঠুক এ আহবান জানান জেলা প্রশাসক। তিনি আজ সোমবার ১৮ অক্টোবর, ২০২১ খ্রিস্টাব্দ ফরিদপুর জেলা প্রশাসন আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ট পুত্র শেখ রাসেল এর শুভ জন্মদিন উপলক্ষে তাঁর জীবনীর উপর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস অনন্য আত্মবিশ্বাস’ এই শ্লোগান নিয়ে ফরিদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৮ তম জন্মদিন শহীদ শেখ রাসেল দিবস উদযাপিত হচ্ছে। দিবসটি উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সকাল ৯.৩০ টায় শেখ রাসেলের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক অতুল সরকার শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এসময় পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামানসহ জেলা পরিষদ, পৌর মেয়র, উপজেলা পরিষদসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠন- সরকারি বিভিন্ন দপ্তর শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। শ্রদ্ধাঞ্জলি অর্পন শেষে শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বেলুন উড়ানো হয়।

সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ শেখ রাসেলের জীবনীর উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে কেক কাটা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট শামসুল হক ভোলা মাষ্টার, পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান, জেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, পৌর মেয়র অমিতাভ বোস, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আঃ রাজ্জাক মোল্লা, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি মাসুদ, শিক্ষাবিদ ও সাংবাদিক প্রফেসর মোঃ শাহজাহান, প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক রেজভী জামান প্রমুখ। আলোচনা সভা উপস্থাপনা করেন রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা। আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগন, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে ফরিদপুর জেলা প্রশাসন আয়োজিত দিনব্যাপী অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে বেলা ৩ টায় শেখ জামাল স্টেডিয়ামে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন এবং সন্ধ্যা ৬ টায় ফরিদপুর শিশু একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী।

(ডিসি/এএস/অক্টোবর ১৮, ২০২১)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test