E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

আদমদীঘিতে নারীর মরদেহ উদ্ধার

২০২১ অক্টোবর ১৮ ১৮:১৭:২৩
আদমদীঘিতে নারীর মরদেহ উদ্ধার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে সালমা আক্তার (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ অক্টোবর) উপজেলার সান্তাহার পৌর শহরের সোনারপাড়া সুলতান মাহমুদের গোয়াল ঘরের পাশে থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। নিহত সালমা আক্তার ওই এলাকার আব্দুল সবুরের মেয়ে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সান্তাহার পৌর শহরের সোনারপাড়া জনৈক দেলুয়ারা বেগমের বাড়িতে ভাড়া থাকতেন সালমা আক্তার। সোমবার সকালে তার ভাড়া বাড়ি থেকে একটু দুরত্বে সুলতান মাহমুদের গোয়ালঘরে পাশে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা। তখন স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক আনহার হোসেন বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, মরদেহ আসেপাশে বিষাক্ত ঔষধ আর পানির বোতল দেখে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তিনি ওই বিষাক্ত ঔষধ খেয়ে আত্মহত্যা করেছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

(এস/এসপি/অক্টোবর ১৮, ২০২১)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test