E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

সালথায় ইমামদের সাথে মতবিনিময় সভা

২০২১ অক্টোবর ১৯ ১৫:৪৮:০০
সালথায় ইমামদের সাথে মতবিনিময় সভা

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) : শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ফরিদপুরের সালথা উপজেলার ইমামগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাছলিমা আকতারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মোঃ আবু আলী, মডেল কেয়ার মাহমুদুল হাসান, সালথা থানার এসআই মোজাম্মেল হক, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল হাসান জুয়েল, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান সহ উপজেলার সকল মসজিদের ইমামগণ।

এসময় বক্তারা বলেন, কেউ অন্যায় করলে তার জন্য দেশে আইন আছে। ইসলাম শান্তির ধর্ম। ইসলামে সহিংসতা, মারামারী, হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ সমর্থন করে না।

বক্তারা আরো বলেন, আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি মহান আল্লাহুকে, আমরা বিশ্বাস করি রসুল (সাঃ) কে। আমরা বিশ্বাস করি কোরআন ও হাদিসকে। আমরা সালথাবাসী শান্তিতে আছি, শান্তিতে থাকতে চাই।

(এন/এসপি/অক্টোবর ১৯, ২০২১)

পাঠকের মতামত:

১৪ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test