E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ ও মানববন্ধন 

২০২১ অক্টোবর ২১ ১৫:৩৯:০৮
সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ ও মানববন্ধন 

ফরিদপুর প্রতিনিধি : দেশের বিভিন্নস্থানে সাম্প্রদায়িক হামলা, হিন্দু ধর্মাবলম্বীদের উপর নির্যাতন, ঘর বাড়ি ভাঙচুর ও প্রতিমা ভাঙচুরসহ সকল নাশকতার প্রতিবাদে বাংলাদেশ হিন্দু যুব ও ছাত্র পরিষদ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। ওই বিক্ষোভ মিছিলটি ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রদক্ষিণ করে প্রেসক্লাবে এসে মানববন্ধন কর্মসূচিতে মিলিত হয়।

ফরিদপুর জেলা হিন্দু যুব পরিষদের সভাপতি সুমন মন্ডলের সভাপতিত্বে ও ফরিদপুর জেলা হিন্দু ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক প্রার্থপ্রতিম বিশ্বাস (অমিত) এর সঞ্চালনায় ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সেখানে বক্তারা দেশের সাম্প্রদায়িক হামলার ঘটনা তুলে ধরেন এবং দেশের মৌলবাদী, উগ্রবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সংকল্প ব্যক্ত করেন।

সমাবেশে বক্তব্য রাখেন ফরিদপুর শহর হিন্দু ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক আদিত্য সেন গুপ্ত, সালথা উপজেলা হিন্দু যুব পরিষদের সভাপতি শিপন দাস, জেলা হিন্দু যুব পরিষদের সাধারণ সম্পাদক সুদর্শন চক্রবর্তী ও নির্বাহী সভাপতি বন্ধু কিশোর ব্রক্ষ্মচারী প্রমুখ।

(পিএস/এসপি/অক্টোবর ২১, ২০২১)

পাঠকের মতামত:

১৪ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test