E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা

২০২১ অক্টোবর ২১ ১৮:২৪:৫৩
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর জেলা আওয়ামী লীগের  উদ্যোগে সম্প্রীতি সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জনাব সুবল চন্দ্র সাহার  এর নেতৃত্বে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি  রক্ষার জন্য  ফরিদপুর শহরের লাভলু সড়ক হতে প্রেসক্লাব পর্যন্ত এক সম্প্রীতি সমাবেশ ও শোভাযাত্রা আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেলে এটা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসে, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব শামীম হক, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক জনাব আইভী মাসুদ, ফরিদপুর পৌরসভার মেয়র জনাব অমিতাভ বোস, সেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ, জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস হোসেন, জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাহাত খান, ছাত্রলীগের সভাপতি তামজিদুর রশিদ চৌধুরী রিয়ান সহ ফরিদপুর জেলা আওয়ামী ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন ।

সমাবেশে বক্তারা কুমিল্লা, রংপুর সহ সারা বাংলায় যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে তার তীব্র নিন্দা জানায়। যে বা যারা এ-ই ঘটনা ঘটিয়েছে তাদের অতিদ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান। তারা বলেন সাবেক প্রধানমন্ত্রী ও তার কুলাঙ্গার সন্তান দেশের বাইরে থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

(ডিসি/এএস/অক্টোবর ২১, ২০২১)

পাঠকের মতামত:

১৪ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test