E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সুন্দরবনের আত্মসমর্পণ করা বনদস্যুদের দেয়া হচ্ছে বাড়ী-নৌকাসহ নানা উপকরণ

২০২১ অক্টোবর ৩১ ১৬:৪৮:০১
সুন্দরবনের আত্মসমর্পণ করা বনদস্যুদের দেয়া হচ্ছে বাড়ী-নৌকাসহ নানা উপকরণ

বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনর দাঁপিয়ে বেড়ানো জেলে বাওয়ালীদের কাছে এক সময়ের মুর্তিমান আতংক র‌্যাবের কাছে আত্মসমর্পণ  করে স্বাভাবিক জীবনে ফেরা বনদস্যুদের দেয়া হচ্ছে বাড়ী ও নৌকাসহ নানা উপকরণ। আগামীকাল (১ নভেম্বর) সকালে বাগেরহাটের রামপাল উপজেলা পরিষদ চত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আনুষ্ঠানিক ভাবে বনদস্যুদের হাতে এসব উপকরণ তুলে দেবেন।

বাংলাদেশ প্রতিদিন, নিউজ টুয়েন্টিফোর টিীভ ও যমুন্ টেলিভিশনের মাধ্যমে ২০১৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বিভিন্ন সময় অস্ত্র জমা দিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সমঝোতায় আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরেন সুন্দরবনের ৩২৬ জন বনদস্যু। আত্মসমর্পণের পর থেকে সরকার ও র‌্যাবর পক্ষ থেকে দস্যুদের বিভিন্ন সহযোগিতা করা হয়েছে। এবার এসব বনদস্যুদের স্বাবলম্বী করার উদ্যোগ নিয়েছে র‌্যাব। এরই অংশ হিসেবে স্বাভাবিক জীবনে ফেরা বনদস্যুদের মধ্যে বসত ঘর, দোকান ঘর, নৌকা, জাল , ট্রলার ও গবাদি পশু দেবে বিশেষ এই এলিট বাহিনীটি।

অনুষ্ঠানে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তণ বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন্নাহার, পুলিশের মহা-পরিদর্শক (আইজি) ড. বেনজির আহমেদ, র‌্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনস প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ থাকার কথা রয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, আর্থিকভাবে স্বাবলম্ব^ী করার উদ্দেশ্যে স্বাভাবিক জীবনে ফেরা ৩২৬ জন বনদস্যুদের যেসব উপকরণ তুলে দেওয়া হবে। এর মধ্যে প্রয়োজনের ভিত্তিতে ১০২ জনকে বসত ঘর, ৯০টি দোকান ঘর, প্রয়োজনীয় জালসহ ১২টি নৌকা, ৮টি ফিশিং ট্রলার ও ৮৮ গবাদি পশু দেওয়া হবে।

স্বাভাবিক জীবনে ফিরে আসা বনদস্য কাদের মাস্টার বাহিনী প্রধান আব্দুল কাদের মাস্টার, আব্দুল বারেক তালুকদার শান্ত, মো. রিপন ও মাওলা ফকির বলেন, আমরা খুবই খুশি হয়েছি। র‌্যাবের দেওয়া ঘরে থাকতে পারবো। এখন আর বৃষ্টিতে ভিজতে হবে না। গরু ছাগল পালন করে আয়ও করা যাবে।

র‌্যাব-৬ খুলনার সিইও লে. কর্নেল মোহাম্মাদ মোস্তাক আহমেদ বলেন, আত্মসমর্পণের পর থেকে স্বাভাবিক জীবনে ফেরা বনদস্যুদের আমরা নিয়মিত যোগাযোগ রেখেছি। তাদের নানাভাবে সহযোগিতাও করা হয়েছে র‌্যাবের পক্ষ থেকে। প্রতিটি ঈদের ঈদসামগ্রী ও নগদ অর্থও দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরা বনদস্যুদের স্বাবলম্বী করার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে আজ (১ নভেম্বর) স্বাভাবিক জীবনে ফেরা দস্যুদের মধ্যে আমরা ঘর, জাল, নৌকা, ট্রলার ও গবাদি পশু বিতরণ করব। আমরা বিশ্বাস করি স্বাভাবিক জীবনে ফিরে আসা এসব মানুষের জীবন মান উন্নয়নে এই উপকরণ ভূমিকা রাখবে।

(এসএকে/এসপি/অক্টোবর ৩১, ২০২১)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test