E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পলাশবাড়ীর ৬ ইউনিয়নে আ.লীগের দলীয় প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

২০২১ নভেম্বর ০১ ১৭:৪১:৫৩
পলাশবাড়ীর ৬ ইউনিয়নে আ.লীগের দলীয় প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় নির্বাচন কমিশনের ৩য় দফা তফসিল ভুক্ত ৬ টি ইউনিয়নের বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীগণ স্থানীয় দলীয় নেতাকর্মী ও নিজ নিজ কর্মী সমর্থকদের নিয়ে রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়পত্র দাখিল করেন। 

আজ ১ নভেম্বর সোমবার উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার শাহিনুর আলমের নিকট আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী ২ হাসেনপুর ইউনিয়নের একেএম আহম্মেদুল কবির রাঙ্গা, ৫ নং মহদীপুর ইউনিয়নের তৌহিদুল ইসলাম মন্ডল মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়া উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার ও সহকারি রির্টানিং অফিসার মাহাতাব হোসেনের নিকট আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বেতকাপা ইউনিয়নের আব্দুল গণি সরকার ও পবনাপুর ইউনিয়নের কেএম ছিদ্দিকুল ইসলাম রবি।

অপরদিকে উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ও সহকারি রির্টানিং অফিসার আলতাব হোসেনের নিকট আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ৮ নং মনোহরপুর ইউনিয়নের আব্দুল ওহাব রিপন ও ৯ নং হরিনাথপুর ইউনিয়নের আতিকুর রহমান আতিক মনোনয়নপত্র দাখিল করেছেন। এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর প্রধান, সহ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোকসেদ চৌধুরী বিদ্যুৎ,সহ সভাপতি শহিদুল ইসলাম বাদশা, ভিপি রফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন উপস্থিত ছিলেন।

(এস/এসপি/নভেম্বর ০১, ২০২১)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test