E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আমতলীতে যুবক-যুবতীদের মাঝে ঋণ বিতরণ

২০২১ নভেম্বর ০১ ১৭:৫২:০৮
আমতলীতে যুবক-যুবতীদের মাঝে ঋণ বিতরণ

আমতলী (বরগুনা) প্রতিনিধি : যুব দিবসে আমতলী উপজেলার ১৪ যুবক-যুবতীর মাঝে ছয় লক্ষ ৫৫ হাজার টাকা ঋণ বিতারন করা হয়েছে। সোমবার জাতীয় সংসদ সদস্য এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এ ঋণ বিতরন কার্যক্রমের উদ্বোধন করেছেন। 

জানা গেছে, জাতীয় যুব দিবস উপলক্ষে আমতলী উপজেলা যুব উন্নয়ন অফিস ১৪ যুব-যুবতীদের মাঝে ছয় লক্ষ ৫৫ হাজার টাকা ঋণ বিতরনের উদ্যোগ নেয়। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও এবিএম আব্দুল্লাহ রশিদ’র সভাপতিত্বে প্রধান অতিথি এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি এ ঋণ বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মেয়র মোঃ মতিয়ার রহমান, এসি ল্যান্ড মোঃ নাজমুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান মোসাঃ তামান্না আফরোজ মনি, উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম, ওসি (তদন্ত) রনজিৎ কুমার সরকার, উপজেলা যুব উন্নয়ন অফিসার সৈয়দ ফারুক হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ বোরহান উদ্দিন মাসুম তালুকদার, রফিকুল ইসলাম রিপন, আসাদুজ্জামান মিন্টু মল্লিক, এ্যাডভোকেট এইচএম মনিরুল ইসলাম ও যুব উন্নয়ন মাঠ কর্মী স্বপন কুমার সরকার প্রমুখ।

(এটি/এসপি/নভেম্বর ০১, ২০২১)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test