E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজবাড়ীতে জাসদের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২০২১ নভেম্বর ০১ ১৮:৩৪:১৩
রাজবাড়ীতে জাসদের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এম এ হীরা, গোয়ালন্দ (রাজবাড়ী) : রাজবাড়ী সদর উপজেলার শিল্পকলা একাডেমী মিলনায়তনে (৩১ অক্টোবর) সকাল ১১টায় জাসদের- বাংলার শ্রমজীবী কর্মজীবী পেশাজীবী মেহনতী জনতার জয় হোক - এই শ্লোগান  সামনে রেখে (৪৯তম) প্রতিষ্ঠাবার্ষিকী এবং শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এম এ মতিন মিয়া। জেলার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ লাল। সভাপতি খালেদ সাইফুল ইসলাম দিরাজ। সহ-সভাপতি আব্দুল গফুর খান। খানখানাপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগামী চেয়ারম্যান পদপ্রার্থী আতিক আল আলম।

এছাড়া আরো উপস্থিত ছিলেন। আতাউর রহমান সাবেক সভাপতি আহমেদ নিজাম মন্টুর কন্যা হৈমন্তী বিজয়। পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রোকিয়া বেগম। বীর মুক্তিযোদ্ধা পাংশা উপজেলার সাধারণ সম্পাদক রবিউল ইসলাম কুসুম। জেলার সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ। উপজেলার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।

সভায় সভাপতিত্ব করেন।মনিরুল হক মনির। সভাপতি জাসদ রাজবাড়ী জেলা শাখা। সঞ্জলনায় ছিলেন কামরুল জামান কামরুল ও কুতুব উদ্দিন সিদ্দিকী।

(এইচ/এসপি/নভেম্বর ০১, ২০২১)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test