E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

লক্ষ্মীপুরে জাতীয় যুব দিবস পালিত

২০২১ নভেম্বর ০১ ১৮:৫৫:৪৫
লক্ষ্মীপুরে জাতীয় যুব দিবস পালিত

শিমুল সাহা, লক্ষ্মীপুর : দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে লক্ষ্মীপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। ১ নভেম্বর (সোমবার) সকালে দিবসটি উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা যুব উন্নয়ন অধিদপ্তরে আয়োজনে প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বেসরকারী বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং লক্ষ্মীপুর-৩ আসনের এমপি আলহাজ্ব একে এম শাহজাহান কামাল।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর ই আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের এমপি এ্যাড: নুর উদ্দিন চৌধুরী নয়ন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জসীম উদ্দীন আহাম্মদ খান, ডেপুটি কো অডিনের্টর অরুনাভ দেবনাথ, সহকারী পরিচালক হুমায়ুন কবির, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ফরিদা ইয়াসমীন লিকা প্রমুখ।

আলোচনা সভার পূর্বে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে সংক্ষিপ্ত র‌্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও ঋণের চেক বিতরন করেন অতিথিবৃন্দ।

(এস/এসপি/নভেম্বর ০১, ২০২১)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test