E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ভৈরবে পপি’র বিনামূল্যে মেডিকেল চেকআপ ক্যাম্পেইন 

২০২১ নভেম্বর ০৪ ১৬:১০:৪২
ভৈরবে পপি’র বিনামূল্যে মেডিকেল চেকআপ ক্যাম্পেইন 

মিলাদ হোসেন অপু, ভৈরব (কিশোরগঞ্জ) : ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নে বিনামূল্যে মেডিকেল চেকআপ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ ৪ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় বেসরকারি এনজিও সংস্থা পপির সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রকল্পের (এসইপি) উদ্যোগে উপজেলার শিবপুর ইউনিয়নের জামালপুর গ্রামে দিনব্যাপী এই ক্যাম্পের আয়োজন করা হয়।

দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল চেকআপ ক্যাম্পে উপজেলার বিভিন্ন এলাকার পাদুকা ব্যবসার সাথে সংশ্লিষ্ট মালিক ও শ্রমিক এমন ১শ অসহায়, দরিদ্র রোগীকে চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া হয়। ফ্রি চিকিৎসা নিতে সকাল থেকে আশেপাশের পাদুকা শিল্পের সাথে জড়িত কয়েকটি গ্রামের মানুষ সেবা নিতে আসেন। স্বাস্থ্যবিধি মেনে সবাইকে চিকিৎসা দেন ডা. মো. মাসুম রানা।

এসময় উপস্থিত ছিলেন, পপির সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রকল্পের (এসইপি) প্রকল্প ব্যবস্থাপক মো. বাবুল হোসেন, শিবপুর ইউনিয়ন পরিষদ ২নং ওয়ার্ড সদস্য মো. হারুন মিয়া, পপি সমৃদ্ধ কর্মসূচী প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো. আনোয়ার হোসেন ও সমাজ উন্নয়ন কর্মকর্তা একেএম মনিরুজ্জামান।

ক্যাম্পেইন শুরু হওয়ার আগে বিনামূল্যে চিকিৎসা নিতে আসা রোগীদের সাথে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এই সময় বক্তারা বলেন, পাদুকা সংশ্লিষ্ট উদ্যোক্তা, শ্রমিক ও স্থানীয় জনগোষ্ঠী তাদের কথা বিবেচনা করে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে পপির সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রকল্পে (এসইপি) উদ্যোগে বিনামূল্যে মেডিকেল চেকআপ ক্যাম্পেইন আয়োজন করা হয়েছে। এই শিল্পের সাথে যারা জড়িত তারা কোনো না কোনো ভাবে শারীরিক নানা সমস্যায় ভোগে। তাই তাদের কথা বিবেচনা করে বিনামূল্যে মেডিকেল চেকআপ ক্যাম্পের আয়োজন করা হয়। এছাড়া সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি সকলকে সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়।

(এম/এসপি/নভেম্বর ০৪, ২০২১)

পাঠকের মতামত:

৩১ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test