E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নেশার টাকা না পেয়ে মাকে হত্যা, বউসহ ছেলে গ্রেফতার

২০২১ নভেম্বর ০৫ ১৭:৪০:২৪
নেশার টাকা না পেয়ে মাকে হত্যা, বউসহ ছেলে গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে নেশার টাকা না পেয়ে মাকে শ্বাসরোধ করে হত্যা করেছে পাষন্ড ছেলে সবুজ হোসেন ও তাঁর স্ত্রী রোখসানা খাতুন । নিহত ছবি খাতুন (৪৫) উপজেলার দেউলিয়া গ্রামের বাবুল মন্ডলের স্ত্রী। 

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত ছবি খাতুনের ছোট ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে তাঁর ভাগিনা ও ভাগিনা বউয়ের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে। পুলিশের জিজ্ঞাসাবাদে ছবির ছেলে সবুজ হোসেন ও তাঁর স্ত্রী রোখসানা খাতুন হত্যা কান্ডের কথা পুলিশের কাছে স্বীকার করেছে।

জানা গেছে, ওইদিন বিকেল সাড়ে ৫টায় দেউলিয়া গ্রামের কৃষক হাফেজ আলী ক্ষেতে ধান দেখতে গিয়ে ছবির মরদেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি গ্রামবাসীকে জানান। এলাকাবাসী তাৎক্ষণিক বিষয়টি থানায় জানালে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। তারা আরও জানান, বাবলু মন্ডলের নেশাগ্রস্ত ছেলে সবুজ হোসেন (২০) তার মায়ের জমানো ৫৪ হাজার টাকা চায়। মা দিতে রাজি না হলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে টাকা নিয়ে পালিয়ে যায়।

নিহতের স্বামী বাবলু মন্ডল বলেন, বেশ কিছু দিন আগে ৫৪ হাজার টাকায় একটি গরু বিক্রি করি। সেই টাকা আমার স্ত্রীর কাছে জমা ছিল। ৫-৬ দিন থেকে আমার ছেলে সবুজ সেই টাকা চেয়েছিল। টাকা না দেয়ায় মাকে খুন করবে বলে হুমকি দিয়ে আসছিল। এমনকি আমাকেও নানাভাবে চাপ দিচ্ছিল টাকা নেয়ার জন্য। আমার ছেলে নেশা করত। এ কারণে সে অনেকবার টাকা চুরিও করেছে। বার বার বুঝিয়েছি নেশা না করতে। কিন্তু কোনো কথা শুনতো না। উল্টো আমাদের গালিগালাজ করত। ভয়ে এবং লজ্জায় তেমন কিছু বলতে পারতাম না।

তিনি আরো বলেন, আমার ছেলের ভয়ে ৫৪ হাজার টাকা বাড়িতে না রেখে আমার স্ত্রী কোমরে রেখে বাড়ির পাশে মাঠে ঘাস নেয়ার জন্য যায়। টাকার জন্য বাড়ি থেকে পিছু নিয়ে মাঠে যায় সবুজ। সে সময় আমি বাড়িতে ছিলাম। মাঠে ছেলে তার মাকে খুন করে টাকা নিয়ে গেছে। স্থানীয় খালেক ও আতাউর হোসেন জানান, সবুজ দীর্ঘদিন ধরে নেশা করে আসছে। নেশার টাকার জন্য মাঝে মাঝে বাড়িতে বাবা-মায়ের সঙ্গে ঝগড়া করত। এমনকি বাবা-মাকে মারধরও করত। সবুজ নেশা করাতে আমরা প্রতিবেশীরা আতঙ্কে থাকতাম। তার চলাফেরা এবং আচরণ স্বাভাবিক ছিল না।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ঘটনাটি জানার পর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাত ৮টার দিকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই সাইফুল হত্যা মামলা দায়েরের পর ওই মামলায় সবুজ ও তাঁর স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করেছেন।

তিনি আরো বলেন, গরু বিক্রির টাকা ছিনিয়ে নিতে ছবিকে তার ছেলে ও ছেলের স্ত্রী দুজন মিলে শ্বাসরোধে হত্যা করেছেন।

(বিএস/এসপি/নভেম্বর ০৫, ২০২১)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test