E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গলাচিপায় নৌকার নির্বাচনী অফিস ভাংচুর

২০২১ নভেম্বর ০৫ ১৮:৪২:৪২
গলাচিপায় নৌকার নির্বাচনী অফিস ভাংচুর

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপায় ডাকুয়া ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী বিশ্বজিৎ রায়ের নির্বাচনী প্রচারনা অফিস ভাংচুর করেছে বিদ্রোহী প্রার্থীর লোকজন।

স্থানীয় সূত্রে জানা গেছে পাঙ্গাশিয়া বাজারে শুক্রবার বেলা আনুমানিক সারে বারটার দিকে নৌকা মার্কার প্রচারণা অফিসে ফিরোজ খান, পলাশ খান ও পাবেল খানের নেতৃত্বে ২০-২৫ জন লোকজন নৌকা মাকার অফিস ভাংচুর চালায়।

নৌকা মার্কা প্রার্থী বিশ্বজিৎ রায় বলেন, নৌকার বিজয় কে বাধাগ্রস্ত করতে বিদ্রোহী প্রার্থীর সাথে দেশ বিরোধী অপশক্তি ঐক্য হয়েছে। এই চক্রান্তকারীরা নৌকার সমার্থকদের দুর্বল করতে বিভিন্ন কৌশল অবলম্বন করছে। আজ সারে বারটার দিকে বিদ্রোহী প্রার্থী(ঘোড়া মার্কা)স্বজন ও সমার্থক দিয়ে পাঙ্গাশিয়া বাজারে নির্বাচন নৌকা মার্কার প্রচারণা অফিসে হামলা ও ভাংচুর চালায়।

এ বিষয় বিদ্রোহী প্রার্থী (ঘোড়া মার্কা) মু.মামুন খান বলেন, বিষয়টি আমি শুনেছি। তখন আমি প্রচারণায় ছিলাম।

এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি)এম আর শওকত আনোয়ার হোসেন বলেন, ভাংচুরের ঘটনা শুনেছি।ঘটনা স্থালে পুলিশ পাঠিয়েছি।লিখিত অভিযোগ পাইনি । অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এসডি/এসপি/নভেম্বর ০৫, ২০২১)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test