E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ভৈরবে উৎসবমুখর পরিবেশে ৫০তম সমবায় দিবস পালিত

২০২১ নভেম্বর ০৬ ১৬:৪৪:৩২
ভৈরবে উৎসবমুখর পরিবেশে ৫০তম সমবায় দিবস পালিত

মিলাদ হোসেন অপু, ভৈরব (কিশোরগঞ্জ) : বঙ্গবন্ধু দর্শন, সমবায়ে উন্নয়ন- এ শ্লোগানকে প্রতিপাদ্য করে উৎসব মুখর পরিবেশে ভৈরবে শতাধিক সমবায়ীদের অংশগ্রহণে ৫০তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বেলা ১১টায় উপজেলা চত্বরে বর্ণাঢ্য র‌্যালি, বঙ্গবন্ধু হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, বিআরডিবি চেয়ারম্যান নজরুল ইসলাম খান, উপজেলা সমবায় অফিসার মো. শহীদুল ইসলাম।

অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন, ভৈরবের বিশিষ্ট সমবায়ী সায়দুর রহমান ও উপজেলা সহকারী পরিদর্শক মোবারক হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ভৈরবে সমবায়ী লাইসেন্স দিতে গেলে যেন তা পর্যবেক্ষণ করে দেয়া হয়। যাকে তাকে লাইসেন্স দিলে তারা অল্প কিছুদিনের ভিতরে সমবায়ী গ্রাহকদের টাকা আত্মাসাত করে পালিয়ে যায়। ভৈরবে এরকম অনেক নজির রয়েছে। ভৈরব উপজেলা সমবায় অফিসারের তৎপরতার কারণে ভৈরব ইতিমধ্যে কিশোরগঞ্জ জেলার মধ্যে সেরা সমবায়ী রাজস্ব প্রদানকারী হিসেবে সুনাম অর্জন করেছে। ভৈরবে কিছু মেধাবী তরুণ সমবায়ীরা বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করে সমাজে উন্নয়নে অংশীদার হচ্ছে। জননেত্রী শেখ হাসিনা বেকারমুক্ত সমাজ গড়তে নারী-পুরুষদের সমানভাবে বিভিন্ন সমবায়ী সংস্থার মাধ্যমে বিভিন্নভাবে ঋণ প্রদানের সহযোগিতা করে যাচ্ছেন। দেশের অধিকাংশ মানুষ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন সমবায়ে শরণাপন্ন হয়ে ঋণ নিয়ে স্বাবলম্বী হচ্ছেন।

অনুষ্ঠান শেষে ভৈরবে শ্রেষ্ঠ সমবায়ী ও সর্বোচ্চ অডিট ফি প্রদানকারীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

(এম/এসপি/নভেম্বর ০৬, ২০২১)

পাঠকের মতামত:

৩১ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test