E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঠাকুরগাঁও সুগার মিলস্ শ্রমিক কর্মচারী ইউনিয়নের নির্বাচন ৪৫ দিনের মধ্যে সম্পন্নের নির্দেশ

২০২১ নভেম্বর ০৬ ১৬:৫৭:৫৯
ঠাকুরগাঁও সুগার মিলস্ শ্রমিক কর্মচারী ইউনিয়নের নির্বাচন ৪৫ দিনের মধ্যে সম্পন্নের নির্দেশ

আহমেদ ইসমাম, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও সুগার মিলস্ শ্রমিক কর্মচারী ইউনিয়নের নির্বাচন আগামী ৪৫ দিনের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছে দিনাজপুর আঞ্চলিক শ্রম দপ্তরের রেজিষ্ট্রার অব ট্রেড ইউনিয়ন। এ নির্দেশের অমান্য হলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুশিয়ারী প্রদান করা হয় নির্দেশনা পত্রে।

শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও সুগার মিলস্ শ্রমিক কর্মচারী ইউনিয়ন অফিসে এ পত্র আসে ।

জানাযায়,ঠাকুরগাঁও সুগার মিলস্ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কমিটির মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের ১৭ এপ্রিল । পরবর্তিতে ৬ মাস অতিবাহিত হলেও নিয়মতান্ত্রিক ভাবে নির্বাচন আয়োজন না করায় সদস্যদের মধ্যে চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করলে সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস বিষয়টি দিনাজপুর আঞ্চলিক শ্রম দপ্তরের রেজিষ্ট্রার অব ট্রেড ইউনিয়ন এর উপ পরিচালক মোহা: আবুল বাশারের নিকট অভিযোগ করে জানান।

পরবর্তীতে তিনি নির্বাচন অনুষ্ঠানের আয়োজনের জন্য ২৬ সেপ্টেম্বর পত্র প্রদানের মাধ্যমে নির্দেশনা প্রদান করেন। তার পরও নির্বাচন আয়োজন না করা হলে গত ২৮ অক্টোবর মেয়াদ উত্তীর্ন কার্যনির্বাহী কমিটির সকল সদস্য, অভিযোগকারী এবং চিনিকলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে এক জরুরী সভার মাধ্যমে তাদের মতামত গ্রহন করেন। এরই প্রেক্ষিতে বাংলাদেশ শ্রম আইন বিধান বাস্তবায়নের লক্ষ্যে ও সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক পত্রজারীর ৪৫ দিনের মধ্যে সংগঠনের বিশেষ সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠান আয়োজনের জন্য নির্দেশনা প্রদান করে পত্র প্রেরন করেন, ব্যর্থতায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে পত্রে উল্লেখ করা হয়। এ খবর জানার পর সুগার মিলস্ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সদস্যদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে বলে জানান সাধারন সদস্যরা।

(আই/এসপি/নভেম্বর ০৬, ২০২১)

পাঠকের মতামত:

৩১ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test