E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

টাঙ্গাইলে পরিবহন ধর্মঘটে ভাড়া গুনতে হচ্ছে তিনগুণ

২০২১ নভেম্বর ০৬ ১৭:৫০:০১
টাঙ্গাইলে পরিবহন ধর্মঘটে ভাড়া গুনতে হচ্ছে তিনগুণ

মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : ডিজেল ও কেরোসিনের দাম বাড়ার প্রতিবাদে টাঙ্গাইল জেলার বাস ও ট্রাক ধর্মঘটে বিপাকে পড়েছেন কর্মস্থলমুখী মানুষ। এসব মানুষের তিনগুণ বেশি ভাড়া দিয়ে সিএনজি অটোরিকশায় যাতায়াত করতে হচ্ছে। আর এসব বাহনে মহাসড়কে চলাচলে ঝুঁকি তো আছেই সাথে আছে হাইওয়ে পুলিশের মামলা।

সরেজমিন ঘুরে দেখা যায়, শনিবার (৬ নভেম্বর) সকাল থেকে নতুন বাসস্ট্যান্ড ও ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যাত্রীদের ভিড় রয়েছে। বাসস্ট্যান্ডে সারিবদ্ধভাবে বাস দাঁড়িয়ে রয়েছে। বাস না চলায় সিএনজি অটোরিকশায় অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যাচ্ছেন মানুষ। এতে করে সাধারণ মানুষের সময় ও অর্থে অপচয় হচ্ছে।

যাত্রীরা জানান, সরকারের পক্ষ থেকে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। এর প্রতিবাদ জানিয়ে ধর্মঘট করছে বাস চালকরা। তবে আমাদের অফিস খোলা থাকায় তিনগুণ বেশি ভাড়া দিয়ে কর্মস্থলে যেতে হচ্ছে।

টাঙ্গাইল থেকে চন্দ্রার বাস ভাড়া ৬০ থেকে ৭০ টাকা। সেখানে বাস বন্ধ থাকায় সিএনজি ভাড়া নিচ্ছে দুইশ থেকে আড়াইশ টাকা। ঢাকা মহাখালীর বাস ভাড়া গাড়িতে যেখানে ১৩০ থেকে ২৫০ টাকা, সেখানে কয়েকটিস্থানে গাড়ি পরিবর্তন করে যেতে খরচ হচ্ছে সাড়ে চার থেকে পাঁচশ টাকা।

সিএনজি চালক শাকিল জানান, আমরা মানুষকে সেবা করার লক্ষে জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক দিয়ে গাড়ি চালাচ্ছি। আমাদের খরচ বেশি তাই ভাড়াও নিচ্ছি বেশি। তবে মহাসড়ক এলাকার হাইওয়ে পুলিশ সমস্যা করে। মামলা দিয়ে চার হাজারের বেশি টাকা নেয়।

(এসএম/এসপি/নভেম্বর ০৬, ২০২১)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test