E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধিতে ঠাকুরগাঁওয়ে প্রতিবাদ সমাবেশ

২০২১ নভেম্বর ০৮ ১৬:৩৮:৪৭
জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধিতে ঠাকুরগাঁওয়ে প্রতিবাদ সমাবেশ

আহমেদ ইসমাম, ঠাকুরগাঁও : ডিজেল-কেরোসিনসহ জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার ও চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জেলার প্রগতিশীল সংগঠন সমূহের আয়োজনে গতকাল সোমবার বেলা ১২ টার সময় শহরেরে চৌরাস্তায় ঘন্টাব্যপি এ প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা জেএসডি ও ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী,জেলা জাসদের সহসভাপতি খাদেমুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক সত্য প্রসাদ ঘোষ নন্দন, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন শান্তি,সদর উপজেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি আনোয়ার চৌধুরী,সদর উপজেলা সিপিবির সভাপতি আহসানুল হাবিব বাবু,সদর উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার স¤্রাট, বাংলাদেশ সাম্যবাদী আন্দোলনের সংগঠক মাহাবুব আলম রুবেল,জেলা উদীচীর সহসভাপতি এম এস আহমেদ রাজু,সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু,জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাংস্কৃতিক কর্মী ও কলামিষ্ট মাসুদ আহমেদ সুবর্ণ প্রমূখ।

নেতৃবৃন্দ বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার অজুহাতে ডিজেল, কোরোসিন, ফার্নেস অয়েল, এলপিজি’র দাম বাড়ানোর কথা সরকার বলছে অথচ ২০১৪ সাল থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কম থাকার পরও দেশে দাম কমায়নি।

তারা আরো বলেন, বিএডিসি’র হিসেব মতে দেশে ১৩ লাখ ৭৯ হাজার সেচ পাম্প রয়েছে। তার মধ্যে ১১ লাখ ৯২ হাজার ডিজেল চালিত। ডিজেলের দাম বৃদ্ধির ফলে সেচ খরচ বিঘাতে ৩০০ টাকা বেড়ে গিয়ে, উৎপাদন খরচ বাড়বে; পণ্য পরিবহন ব্যয় বাড়বে। অথচ কৃষক এমনিতেই ফসলের লাভজনক দাম পায় না। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসীন হওয়ার পর থেকেই একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিয়েছে। তাই যখন যা খুশি, মালিক শ্রেণির স্বার্থে তাই করতে পারে। এই অবস্থায় মূল্যবৃদ্ধির প্রতিবাদসহ এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে জনগণের গণআন্দোলন গড়ে তোলা ছাড়া আর কোনো পথ নেই।

(আই/এসপি/নভেম্বর ০৮, ২০২১)

পাঠকের মতামত:

৩১ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test