E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ের লক্ষে ঠাকুরগাঁওয়ে উপজেলা আ.লীগের বর্ধিত সভা

২০২১ নভেম্বর ০৯ ১৮:৫০:৩৯
ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ের লক্ষে ঠাকুরগাঁওয়ে উপজেলা আ.লীগের বর্ধিত সভা

ঠাকুরগাঁও প্রতিনিধি : আসন্ন ৪র্থ ও ৫ম ধাপের ইউপি নির্বাচনে ঠাকুরগাঁও সদর উপজেলার আওতাধীন ১৬টি ইউনিয়নে দলীয় চেয়ারম্যান প্রার্থী নির্বাচনের লক্ষে উপজেলা আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুকুরী ইউনিয়নের কার্তিকতলা বাজারে অবস্থিত আ’লীগ কার্যালয়ে ইউনিয়ন আ’লীগের সভাপতি জীবন কুমার ঘোষের সভাপতিত্বে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আখতার হোসেন এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি অভিজিৎ রায় লাভলু। এসময় উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, জেলা আ’লীগের সদস্য জয় চৌধুরী, উপজেলা আ’লীগের সহ-সভাপতি অশোক কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ: করিম, ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান ফয়জুল হক প্রধান পলাশ সহ উপজেলা আ’লীগের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

বর্ধিত সভায় বক্তারা আসন্ন ইউপি নির্বাচনে জামায়াত-বিএনপি পরিবারের সদস্যরা যাতে আ’লীগের দলীয় মনোনয়ন না পান সেদিকে সকলকে সজাগ থাকার আহ্বান জানান।

প্রসঙ্গত, ১৮ নং শুখানপুকুরী ইউনিয়ন থেকে মোট ৬জন চেয়ারম্যান প্রার্থী তাদের জীবন-বৃত্তান্ত জমা দেন। পরবর্তীতে জেলা-উপজেলা নেতৃবৃন্দ যাচাই-বাছাই শেষে চুড়ান্ত মনোনয়নের জন্য ৩ জনের নামের তালিকা কেন্দ্রে প্রেরণ করবেন।

এর আগে সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সেখানে নৌকার প্রতীক পেতে চান ১৩ জন। উপজেলা আ’লীগ নেতৃবৃন্দরা জানান, সদর থানার ১৬টি ইউনিয়নরে মধ্যে ১৪টি ইউনিয়নের বর্ধিত সভা হয়েছে। আগামীকালের মধ্যে সকল ইউনিয়নের বর্ধিত সভা শেষ হবে। সকল ইউনিয়নের বর্ধিত সভা শেষে জেলা-উপজেলা নেতৃবৃন্দরা প্রার্থীর যোগ্যতা যাচাই-বাছাই করবেন এবং প্রত্যেক ইউনিয়ন থেকে ৩ প্রার্থীর নামের তালিকা কেন্দ্রীয় আ’লীগের দপ্তরে প্রেরণ করবেন। সেখান থেকে একজন করে প্রার্থী নৌকা প্রতীক বরাদ্দ পাবেন।

(এফআর/এসপি/নভেম্বর ০৯, ২০২১)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test