E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নোয়াখালীর ১৪ ইউনিয়নে নির্বাচনের সরঞ্জাম বিতরণ 

২০২১ নভেম্বর ১০ ১৬:২০:৪৫
নোয়াখালীর ১৪ ইউনিয়নে নির্বাচনের সরঞ্জাম বিতরণ 

ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : আগামীকাল বৃহস্পতিবার (১১ নভেম্বর) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১৪ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে ২ ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল থেকে উপজেলা নির্বাচন অফিস থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়। এছাড়া বেগমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আইনশৃঙ্খলা ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে নির্বাচনকে সুষ্ট করার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার শহিদুল ইসলাম।

পুলিশ সুপার শহিদুল ইসলাম জানান, নির্বাচনকে অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য ১০৯১ জন পুলিশ, ২২৪৪ জন আনসার, ৭ প্লাটুন বিজিবি, ৭ প্লাটুন র‌্যাব, ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রট, ৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে। এছাড়া ১৪ ইউনিয়নে ১৩২টি ভোট কেন্দ্র ভিত্তিক নিরাপত্তা, মোবাইল টিম, স্ট্রাকিং টিম, স্পেশাল স্ট্রাইকিং টিম, জেলা গোয়েন্দা শাখা, সাদা পোষাকে পর্যবেক্ষণ ও তধ্য সংগ্রহ ও সিনিয়র অফিসারদের তদারকি থাকবে।

(এস/এসপি/নভেম্বর ১০, ২০২১)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test