E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঈশ্বরগঞ্জে সুজনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২০২১ নভেম্বর ১২ ১৮:০৮:০০
ঈশ্বরগঞ্জে সুজনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সুশাসনের জন্য নাগরিক সুজনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সুশাসনের জন্য নাগরিক সুজন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আয়োজনের শৈলী কিন্ডার গার্টেনে জাতীয় সংগীত, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। 

উপজেলা সুজনের সভাপতি সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক রেজাউল করিম রাজুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি রতন ভৌমিক, ঈশ্বরগঞ্জ সুজন সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি নীককন্ঠ আইচ মজুমদার, সুজন সদস্য ও শৈলী কিন্ডার গার্টেনের পরিচালক অলক ঘোষ ছোটন, শৈশব বিদ্যানিকেতনের পরিচালক মুনসুর আহমেদ, সুজন সদস্য মোশাররফ হোসেন শাহিন, হাবিবুর রহমান শাহিন, সাহিনারা বেগম, আনোয়ারুল হক খোকা প্রমূখ।

সুজন সম্পাদক নীলকন্ঠ আইচ মজুমদার তার বক্ততায় বলেন সমাজের পরিবর্তন আনতে হলে সকলকে সুজন হওয়ার বিকল্প নেই। সুজন সদস্যদের সুজনের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে সমাজের সুন্দর কাজ গুলো সম্পাদনের অনুরোধ জানান তিনি।

সুজন সভাপতি সাইফুল ইসলাম তালুকদার বলেন, সুজন সমাজের বিভিন্ন অসঙ্গতি সম্পর্কে সোচ্চার থাকে সবসময়। বিশেষ করে ঈশ্বরগঞ্জের সুজন কমিটি বাংলাদেশের মধ্যে অন্যতম। সুজন সদস্যরা সমাজকে আলোর পথে নিয়ে যাওয়ার লক্ষে নির্বাচন ছাড়াও বিভিন্ন রকম কর্মসূচী গ্রহণ করে থাকে। ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানান এবং সুজনের কার্যক্রম বাস্তবায়নে সকলের সক্রিয় অংশ্রহণের আহবান জানান।

(এন/এসপি/নভেম্বর ১২, ২০২১)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test