E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কামারখন্দে বাসদের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

২০২১ নভেম্বর ১২ ১৮:৪৪:২১
কামারখন্দে বাসদের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের কামারখন্দে বাসদের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার ১২ নভেম্বর বিকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক সমাবেশ ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়।

কামারখন্দ উপজেলা শাখার বাসদের আহ্বায়ক আব্দুলাহ আল মামুনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমরেড নব কুমার কর্মকার, সিপিবি নেতা আশরাফ আলী, ছাত্রফ্রন্টের নেতা কামরুল ইসলাম, ছাত্র ইউনিয়ন নেতা সবুজ আহমেদ, কবি নীল মহম্মদ, সন্তোষ কুমার বাবু, আব্দুল মালেক প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকারের আমলে লাগামহীন ভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে চলেছে। বাজার নিয়ন্ত্রণে এই সরকার সম্পূর্ণ রূপে ব্যার্থ হয়েছে, যার ফলে সাধারণ মানুষ সিন্ডিকেট ব্যবসায়ীদের কাছে আজ জিম্মি। যার ফলে শ্রমজীবী মানুষরা আর গরীব হচ্ছে আর ব্যবসায়ীরা রাতারাতি কোটিপতি হয়ে যাচ্ছে। আর এই সরকার সেই অবৈধ টাকার মালিকদের পাহারা দিয়ে যাচ্ছে। নেতৃবৃন্দ এই লুটেরা পুঁজিপতি এবং তাদের পাহারাদার এই শাষকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে জনগণের প্রতি আহ্বান জানান। অবিলম্বে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ডিজেল বাস ভাড়া কমানো এবং ঘুষ দুর্নীতি মাদক বন্ধের জোর দাবি জানান। সমাবেশ শেষে একটি লাল পতাকা বিক্ষোভ মিছিল জামতৈল বাজার এবং শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

(আইএইচ/এএস/নভেম্বর ১২, ২০২১)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test