E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুল কমিটিতে আকবর আলী ও মোমেনা আলীর নাম অন্তর্ভূক্তের নির্দেশ

২০২১ নভেম্বর ১৪ ১৭:৫৯:৩৩
উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুল কমিটিতে আকবর আলী ও মোমেনা আলীর নাম অন্তর্ভূক্তের নির্দেশ

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুলের ম্যানেজিং কমিটিতে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে সাবেক সংসদ সদস্য এম আকবর আলী ও দাতা সদস্য হিসেবে ভূমিদাতা মোমেনা আলীর নাম অর্ন্তুভূক্ত করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও নিস্পত্তি কমিটির সভাপতি প্রফেসর ড. মোহা. মকবুল হোসেন। উচ্চ আদালতের নির্দেশে নিস্পত্তি কমিটির বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক এ নির্দেশ দেয়া হয়।

সূত্র জানায়, ২০১৯ সালের ১৩ মার্চ ওই বিদ্যালয়ের ১০ সদস্যের একটি আহবায়ক কমিটি অনুমোদন দেয় শিক্ষাবোর্ড। আর ঐ কমিটিতে প্রতিষ্ঠাতা ও দাতা সদস্যপদ শূন্য রাখা হয়। ওই বছরের ৩ আগষ্ট বিদ্যালয়ের ভূমিদাতা মোমেনা আলী কমিটি সংশোধনের দাবীতে উচ্চ আদালতে রিট আবেদন করেন।

রিট আবেদনে তিনি উল্লেখ করেন, ১৯৯২ সালে তৎকালিন সংসদ সদস্য এম আকবর আলী উল্লাপাড়ায় উচ্চমান সম্পন্ন একটি বেসরকারি কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেন। উল্লাপাড়া মার্চেন্ট উচ্চ বিদ্যালয় থেকে ১.৭৬ একর জমি কিনে মোমেনা আলী ও তার স্বামী সংসদ সদস্য এম আকবর আলীর উদ্যোগে এবং অর্থায়নে ১৯৯৪ সালে প্রতিষ্ঠা করেন উল্লাপাড়া বিজ্ঞান কলেজ। এ কলেজ প্রতিষ্ঠার পর থেকে রিট আবেদনকারী মোমেনা আলী দাতা ও তার স্বামী আকবর আলী প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। ২০০২ সালে উক্ত কলেজের সাথে স্কুল শাখা খোলার সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তীতে পৃথক স্কুল শাখা খোলা হয়। দাতা মোমেনা আলী ৬ লাখ টাকা প্রদানের মাধ্যমে এ স্কুলটির নামকরণ করা হয় মোমেনা আলী বিজ্ঞান স্কুল। এরই ধারাবাহিকতায় উল্লাপাড়া বিজ্ঞান স্কুলের সভাপতি হিসেবে প্রতিষ্ঠাতা এম আকবর আলী ও মোমেনা আলীকে দাতা সদস্য করে ১০/১২/২০০৫ইং তারিখে ৯ সদস্যের কমিটি হয়। ২০১৪ সালের ২৫ আগষ্ট পর্যন্ত ১২ বছর ধরে এভাবেই পরিচালিত হয়ে আসছিল প্রতিষ্ঠানটি। এক পর্যায়ে এটি অত্র এলাকার মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত এডহক কমিটি দিয়ে চলতে থাকে প্রতিষ্ঠানটি। ২০১৯ সালের মার্চে ১০ সদস্যের একটি আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়। এতে প্রতিষ্ঠাতা ও দাতা সদস্যের পদটি শূন্য রাখা হয় যা শিক্ষা বোর্ডের প্রবিধান মালা ২০০৯ এর বিধি ৭ (চ ও ছ) এবং ১০ (ক ও খ) এর সরাসরি লঙ্ঘন। উচ্চ আদালতে এ রিট আবেদনের শুনানী শেষে বিচারক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডকে বিষয়টি নিস্পত্তির আদেশ দেন।

আদালতের নির্দেশে ২০২০ইং তারিখে নিস্পত্তি কমিটির সভাপতি ও রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোহা: মকবুল হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী, নিস্পত্তি কমিটির সদস্য এ্যাডভোকেট ইয়াহিয়া, এ্যাভোকেট এজাজুল হক মানু, উপ-কলেজ পরিদর্শক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড রাজশাহী, উপ-বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী, আইন কর্মকর্তা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী এবং বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড রাজশাহী। এ নিস্পত্তি সভায় এম আকবর আলীকে প্রতিষ্ঠাতা ও মোমেনা আলীকে দাতা সদস্য হিসেবে অর্ন্তভূক্ত করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নিস্পত্তি সভার মতামতে উল্লেখ রা হয় মোমেনা আলীর দায়ের করা রীট পর্যালোচনা, তথ্য প্রমানাদি যাচাই বাছাই করে দেখা যায় মোমেনা আলী বিজ্ঞান স্কুলের একক প্রতিষ্ঠাতা এম আকবর আলী ও দাতা মোমেনা আলী তা সরকারিভাবে বা শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নামকরণের অনুমোদন দ্বারা স্বীকৃত। উক্ত প্রতিষ্ঠাতা ও দাতা সদস্যকে বাদ দিয়ে প্রধান শিক্ষক কর্তৃক কমিটি দাখিল ও উক্ত কমিটি অনুমোদন করা সঠিক হয়নি। যা দালিলিকভাবে প্রবিধান মালার আলোকে সংশোধন হওয়া আবশ্যক। নিস্পত্তি সভায় প্রধান শিক্ষককেও এ বিষয়ে সতর্ক করা হয়।

(আই/এসপি/নভেম্বর ১৪, ২০২১)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test