E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জনপ্রতিনিধির আগেই জনসেবক রিপন ভূঞা

২০২১ নভেম্বর ১৬ ২৩:০৭:০০
জনপ্রতিনিধির আগেই জনসেবক রিপন ভূঞা

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : জনপ্রতিনিধি নির্বাচিত হবার আগেই জনসেবক হিসেবে একযুগ ধরে মাঠে করে যাচ্ছেন মোঃ কামরুজ্জামান ভূঞা রিপন। তিনি ১৪ নং মোজাফরপুর ইউনিয়নের গগডা সুলাকান্দা গ্রামের হাজী আব্দুর রহিম ভূঞার জেষ্ঠ সন্তান। তার মা মিসেস রহিমা ভূঞা একজন গৃহিনী হলেও ছেলে রিপনের সেবামূলক কাজে উৎসাহ দিয়ে যাচ্ছেন। কামরুজ্জামান ভূঞার ছেলে লুৎফুজ্জামান ভূঞা রাবিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তিনি ভূগোল বিষয় নিয়ে দ্বিতীয় বর্ষে অধ্যায়ন করছেন। বাবার সেবামূলক কাজ দেখে তার বাবাকে তিনি প্রশ্ন করেছিলেন, আপনি কি কখনো চেয়ারম্যান নির্বাচিত হতে চান? যদি হতে চান তাহলে এই সেবামূলক কাজগুলি চেয়ারম্যান হবার আগেই আরো বেশি বেশি করে করতে হবে। ছেলের এমন কথা শুনে সেবামূলক কাজে আগ্রহ বাড়ে রিপনের। তিনি মোজাফরপুর ইউনিয়নে ২/১ টি মাটির রাস্তা ছাড়া যত সব রাস্তা আছে সব রাস্তা মোটা বালি দিয়ে সংস্কার করে দিয়েছেন। তার সংস্কার মূলক কাজে ইউনিয়নের জনগণের মুখে তার নামটি বার বার মুখে মুখে ফিরছে।কামরুজ্জামান ভূঞা রিপন রাস্তা ঘাট ছাড়াও বিভিন্ন শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্টানে নিজের মতো করে দিয়ে যাচ্ছেন অনুদান।

কামরুজ্জামান ভূঞা রিপন বলেন, আমার ভ্যাকু ব্যবসার যা আয় হয় তা দিয়েই আমি সমাজের সেবামূলক কাজ করে যাচ্ছি। যদি আল্লাহ তায়ালার অশেষ রহমতে বেঁচে থাকি এবং চেয়ারম্যান নির্বাচিত হতে পারি তাহলে আমি দৃঢ়তার সঙ্গে বলছি, সরকারি অনুদানের একটাকাও আমার নিজের জন্য পকেটে তুলবনা। যদি এরকম ইচ্ছা রাখি, আল্লাহ যেন এই পদে আমাকে কবুল না করে।

রিপন বলেন, যদি চেয়ারম্যান নির্বাচিত হই, চেয়ারম্যান হিসেবে যে ভাতাটুকু গ্রহণ করব, সেটাও আমার ব্যক্তিগত কাজে খরচ করব না। তা দিয়ে যে কোন ভাঙাচুরা রাস্তা সংস্কার করব। যে রাস্তাটির নাম হবে চেয়ারম্যান রাস্তা। তিনি বলেন, আমি একজন সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে সেবামূলক কাজ করছি। দোয়াও চাচ্ছি মানুষের কাছে। আমার কোন চাওয়া পাওয়া নেই, আমি চাই সকলের দোয়া ও সহযোগিতা।

(এসবি/এসপি/নভেম্বর ১৬, ২০২১)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test