E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাসে তরুণীকে পর্নো ভিডিও দেখিয়ে শ্রীঘরে যুবক

২০২১ নভেম্বর ১৬ ২৩:১৬:২৬
বাসে তরুণীকে পর্নো ভিডিও দেখিয়ে শ্রীঘরে যুবক

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : সিলেটগামী সৌদিয়া পরিবহনের একটি বাসে বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীকে সিটে বসে পর্নোগ্রাফী ভিডিও দেখিয়ে উত্ত্যক্ত করার অভিযোগে মৌলভীবাজারে এক বখাটে যুবককে ১০ হাজার টাকা জরিমানা ও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন মৌলভীবাজারের একটি ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে মৌলভীবাজার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত যুবককে এ দন্ড দেন।

দন্ডপ্রাপ্ত যুবক সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার স্বজনশ্রী গ্রামের মোঃ আব্দুর রউফের ছেলে মোঃ মাহবুবুর রহমান (২৬)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায় সোমবার রাতে বাসে করে চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী সিলেটগামী সৌদিয়া বাসে (চট্ট মেট্রো ব-১১-১০৮৬) আসছিলেন। ওই বাসের বি-৪ সিটে বসা ছিলেন অভিযুক্ত যাত্রী মাহবুবুর রহমান। তার পেছনের ই-৪ সিটে বসা ছিলেন ওই ছাত্রী। সামনের সিটে বসা মাহবুবুর এক পর্যায়ে তার সিটের স্প্রিং সুইচ টেনে পেছনে হেলিয়ে দেন। পরে তিনি তার হাতে থাকা মোবাইল ফোনে পর্নোগ্রাফি ভিডিও প্লে করে ওই ছাত্রীকে দীর্ঘক্ষণ দেখান এবং ছাত্রীর দিকে বারবার তাকিয়ে বিভিন্নভাবে অশোভন অঙ্গভঙ্গি প্রকাশ করেন। ওই তরুণী এর প্রতিবাদ করেন। বিষয়টি নিয়ে বাগবিতণ্ডা হলে ওই ছাত্রীকে সিট বদলে আরেকজন নারীর পাশের আসনে বসানো হয়।

এদিকে মঙ্গলবার ১৬ নভেম্বর সকাল সোয়া ৭টায় মৌলভীবাজারের শেরপুর এলাকায় বাসটি পৌঁছামাত্র মাহবুবুর রহমান গাড়ি থেকে নামতে চাইলে ওই ছাত্রী বাধা দেন। তিনি যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাকে গাড়িতে রাখার জন্য অন্যান্য যাত্রীদের সহায়তা চান। এসময় গাড়ির ভেতরে যাত্রীদের হট্টগোল শুরু হয়। তাদের হট্টগোল শুনে মহাসড়কে রাতে টহলের দায়িত্বরত শেরপুর হাইওয়ে থানার সার্জেন্ট মোঃ শিবলু মিয়া সেখানে যান। তিনি বাসের যাত্রী ও হয়রানির শিকার ছাত্রীর কাছ থেকে পুরো বিষয়টি শোনেন।

পরে তিনি বিষয়টি শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেনকে জানান। ওসি সিলেট অঞ্চলের পুলিশ সুপার মোঃ শহিদ উল্লাহকে বিষয়টি জানান। পুলিশ সুপারের নির্দেশে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেন ওসি।

শেরপুর হাইওয়ে থানার ওসি নবীর হোসেন বলেন, হাইওয়ে পুলিশ সুপারের নির্দেশে বিষয়টি মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তফিজুর রহমান ঘটনাস্থলে আসেন। তিনি বিস্তারিত ঘটনা শোনেন এবং ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে যুবককে কারাদন্ড দেন এবং জরিমানা করেন। পরবর্তীতে যুবককে কারাগারে পাঠানো হয়।

(একে/এসপি/নভেম্বর ১৬, ২০২১)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test