E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কচুয়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষ,  নিহত ২

২০২১ নভেম্বর ২১ ১৩:৫১:৩১
কচুয়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষ,  নিহত ২

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের কচুয়ার খাজুরিয়া বাজারের পূর্ব পাশে ভবানীপুর রাস্তায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত ও একজন আহত হয়েছে। নিহতরা হচ্ছেন : হাজীগঞ্জ পৌরসভার রান্ধুনীমুড়া আড়াখালের হারুনুর রশিদের ছেলে এলাকার সিএনজি চালক সোহেল, একই উপজেলার মৈশামুড়া গ্রামের মিস্ত্রি বাড়ির গোকুল সরকার। আহত রিপনের বাড়ি হাজীগঞ্জের মৈশামূড়া গ্রামে।

প্রত্যক্ষদর্শী হান্নান জানান, ২০ নভেম্বর শনিবার রাত ১১টার দিকে কুমিল্লাগামী ট্রাক ও শাহরাস্তিগামী সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার পরপর সড়ক অবরোধ করে স্থানীয়রা।

খবর পেয়ে কচুয়া থানা ওসি মোঃ মহিউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বালুবাহি ড্রাম ট্রাকটিকে স্থানীয়রা আটক করে রেখেছে।

(ইউএস/এএস/নভেম্বর ২১, ২০২১)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test