E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আশুজিয়ায় সর্বত্র একটাই দাবি ‘উজ্জ্বলের নৌকা চাই’

২০২১ নভেম্বর ২১ ২২:৫৬:৩০
আশুজিয়ায় সর্বত্র একটাই দাবি ‘উজ্জ্বলের নৌকা চাই’

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : নতুন মুখের সন্ধান করছে আশুজিয়া ইউনিয়ন আওয়ামীলীগের তৃণমূল নেতাকর্মীরা। এ দাবিতে কর্মী সমর্থকরা নিখুঁত একজন তরুণ চেয়ারম্যান প্রার্থীকেই খুঁজছে। সে হিসেবে, আশুজিয়া ইউনিয়ন আওমীলীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ উজ্জ্বল খানের নামটিই সবার মুখে মুখে ফিরছে। তৃণমূল নেতাকর্মী ও সমর্থকরা দাবি করে বলেন, উজ্জ্বল খানের বাবা এই আশুজিয়া ইউনিয়নের পর পর চারবার মেম্বার পদে দায়িত্ব পালন করেছেন অত্যান্ত সুনামের সঙ্গে। 

২০১১ সালে তিনি চেয়ারম্যান পদেও নির্বাচন করেছিলেন। জনপ্রতিনিধি ছাড়াও তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত থেকে দায়িত্ব পালন করতে গিয়ে কোথাও বাঁধাগ্রস্থ হননি। তার সততা ও স্বচ্ছতার পথ ধরেই বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে পথ চলছেন তার ছেলে উজ্জ্বল খান। আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ার পর থেকেই সারা ইউনিয়ন ব্যাপী তার রয়েছে একটা সুনাম। ব্যক্তিগত ভাবে বিভিন্ন দুঃখী মানুষের পাশে সাধ্যমত সহায়তা নিয়ে এগিয়ে যান। তার দায়িত্ব পালনকালীন সময়ে তৃণমূলের দলীয় নেতাকর্মী ও সমর্থক সহ কারো মুখেই নেতিবাচক কোন কথা শুনা যায়নি। এমনটিই দাবী করছেন বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাম্ভাব্য বেশ কয়েকজন প্রার্থী থাকলেও উজ্জ্বল খান সম্পর্কে দোষ দেওয়ার কিছু বিষয় এখন পর্যন্ত উপস্থাপন করতে পারছেননা কেউ। তিনি নেত্রকোণা-৩ কেন্দুয়া আটপাড়া নির্বাচনী এলাকার সৎ ও মানবিক এমপি অসীম কুমার উকিল ও বাংলাদেশ যুব মহিলালীগের সাধারন সম্পাদক সাবেক এম.পি অধ্যাপক অপু উকিলের ছায়াতলে থেকেই দলীয় সততা ও স্বচ্ছতার সঙ্গে পালন করে যাচ্ছেন। উজ্জ্বল খান বলেন, নৌকাই আমার ঠিকানা, নৌকা যার আমি তার। দল থেকে যদি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমার হাতে নৌকা তুলে দেন, আমি নিশ্চিত জয় লাভ করব ইনশাআল্লাহ।

রবিবার দুপুরে তিনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করে আরো বলেন, আল্লাহর রহমতে আমার অর্থনৈতিক কোন অনটন নেই, ব্যবসা করে এটুক যোগ্যতা অর্জন করেছি। সুতরাং চেয়ারম্যান হলে পরিষদ থেকে একটি টাকাও নিজ পকেটে তোলার ইচ্ছা নেই। আমি জনগণের সেবা করতে চাই একজন সেবক হয়ে। এজন্যে চাই সকল মহলের আন্তরিক সহযোগিতা।

(এসবি/এসপি/নভেম্বর ২১, ২০২১)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test