E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পান খেতে ব্যস্ত চালক, সড়কেই উল্টে গেল বাস

২০২১ নভেম্বর ২২ ১৮:২২:৩৫
পান খেতে ব্যস্ত চালক, সড়কেই উল্টে গেল বাস

মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : চালকের এক হাতে পান অন্য হাতে চুন। সামনে একটি ট্রাক পড়তেই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মহাসড়কে উল্টে গেল। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলী নামকস্থানে সোমবার (২২ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

এতে কেউ নিহত না হলেও কয়েকজন আহত হয়েছেন। হানিফ পরিবহনের বাসটি বগুড়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল।

বাসের যাত্রী রুলি বেগম জানান, তিনি বগুড়া থেকে ঢাকা যাওয়ার উদ্দেশে বাসে উঠেছিলেন। ড্রাইভারের পাশেই বসেছিলেন তিনি। তিনি দেখলেন- ড্রাইভার এক হাতে পান আরেক হাতে চুন নিয়ে মুখে দিচ্ছে। বাসের গতি বেশি থাকায় মহাসড়কেই উল্টে যায়।

এদিকে মহাসড়কের মাঝখানে বাসটি উল্টে পড়ায় কিছু সময়ের জন্য ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ থাকে। এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে জালদহ ব্রিজ পর্যন্ত আধা কিলোমিটার ব্যাপী যানজট লেগে যায়। পরে পুলিশ দুর্ঘটনার শিকার বাসটিকে রাস্তা থেকে সরিয়ে নেওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট সায়রুল ইসলাম জানান, চালকের নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে পৌলীতে উল্টে যায়। তবে কেউ মারা যায় নি। বাসের চালক হেলপার পালিয়ে গেছেন।

(এসএম/এসপি/নভেম্বর ২২, ২০২১)

পাঠকের মতামত:

৩০ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test