E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জীবনের নিরাপত্তা দাবি স্বতন্ত্র প্রার্থীর

‘নৌকায় ভোট না দিলে ভোট কেন্দ্রে আসার দরকার নেই’

২০২১ নভেম্বর ২৪ ১৮:২৪:০৯
‘নৌকায় ভোট না দিলে ভোট কেন্দ্রে আসার দরকার নেই’

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : ‘নৌকা প্রতীকে প্রকাশ্যে সিল মারতে হবে, নৌকায় যারা ভোট দেবেন না, তাদের কেন্দ্রে আসার দরকার নেই, ভোটের আগেই প্রতি কেন্দ্রে ৫০০ ব্যালটে সিল মারা হবে’- সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ৭ নং পূর্নিমাগাতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও তার সমর্থকরা এসব কথা বলে বেড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

একই সাথে মোটরসাইকেল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী, বর্তমান চেয়ারম্যান মোঃ আল আমিন সরকার ও তার সমর্থক ভোটারদের প্রান নাশের হুমকি দেয়া হচ্ছে উল্লেখ করে ভোট, ভোটার ও নিজের জীবনের নিরপাপত্তাও দাবি করেছেন পূর্নিমাগাতি ইউনিয়ন পরিষদের নির্বাচনে মোটরসাইকেল প্রতিকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ আল আমিন সরকার।

বুধবার (২৪ নভেম্বর) দুপুরে চেয়ারম্যান বাজারের নিজ কার্যালয়ে ক্ষমতাসিন দল মনোনীত প্রার্থীর সন্ত্রাসী বাহিনীর হামলা-ভাংচুর, মারপিট, প্রচার প্রচারণায় বাধা সৃষ্টি, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে ও অবাধ-সুষ্ঠ নির্বাচনের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে পূর্নিমাগাতি ইউনিয়ন পরিষদের নির্বাচনে মোটরসাইকেল প্রতিকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ আল আমিন সরকার একথা বলেন।

ক্ষমতাসিন দল মনোনীত প্রার্থী ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আচরন বিধি লঙ্ঘন করে তার পরিবারের নামে কুৎসা রটাচ্ছে উল্লেখ করে তিনি আরো বলেন, আজও হাট দেলুয়ায় আমার মহিলা কর্মিদের মারপিট ও অবরুদ্ধ করে রাখা হয়েছে। ইউনিয়ন পরিষদ এলাকায় মহিলা কর্মিদের মিছিলে বাধা দেয়া হয়েছে, পুরুষ কর্মিদের মারপিট করা হয়েছে। একই সাথে ইউনিয়নের অধিকাংশ জায়গা থেকে আমার পোষ্টার ছিড়ে ফেলা হচ্ছে। ইতিমধ্যেই আমার একটি নির্বাচন অফিস ভাংচুর করা হয়েছে, প্রতিপক্ষের আঘাতে আমার তিনজন কর্মি গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন কর্মী।

উপজেলা নির্বাচন অফিসার বরাবর এসকল বিষয়ে লিখিত অভিযোগ জমা দেয়া হয়েছে উল্লেখ করে আল আমিন সরকার আরো বলেন, পূর্ণিমাগাতি ইউনিয়নের মোট ১২টি ভোটকেন্দ্রের মধ্যে চারটি কেন্দ্রে আমার সম্ভ্রাব্য এজেন্টদের হুমকি দেয়া হচ্ছে, ঐ সকল কেন্দ্রে মোটরসাইকেলের এজেন্টদের ঢুকতে দেয়া হবে না বলে হুমকি দেয়া হচ্ছে। আমি, আশংকা করছি ঐ চারটি কেন্দ্রে ভোট কাটা হবে। কেন্দ্রগুলিতে প্রশাসনের কঠোর ভুমিকা রাখার দাবি জানাচ্ছি।

(আই/এসপি/নভেম্বর ২৪, ২০২১)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test