E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শ্রীমঙ্গলে মেয়রের বাসায় হামলা! দুই মেয়র প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

২০২১ নভেম্বর ২৬ ১৯:৫৪:০৬
শ্রীমঙ্গলে মেয়রের বাসায় হামলা! দুই মেয়র প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : আর মাত্র একদিন পর অর্থাৎ আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আলোচিত শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচন। নির্বাচন ঘিরে বর্তমান মেয়র ও স্বতন্ত্র প্রার্থী মহসিন মিয়া মধুর বাসায় শুক্রবার মধ্যরাতে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন তিনি। এ নিয়ে বর্তমান মেয়র মহসিন মিয়া মধু ও আওয়ামীলীগ দলীয় মেয়র প্রার্থী অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক এর মধ্যে চলছে অভিযোগ আর পাল্টা অভিযোগ।

শুক্রবার (২৬ নভেম্বর) দু'ঘন্টার ব্যবধানে এ দুই হেভিওয়েট প্রার্থীপাল্টা পাল্টি সংবাদ সম্মেলনও করেছেন।

দুপুর ২টার দিকে নিজ বাসায় সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন বসেন বর্তমান মেয়র ও স্বতন্ত্র মেয়র প্রার্থী মহসিন মিয়া মধু। এসময় তিনি বলেন, শুক্রবার মধ্যরাতে হঠাৎ বাইরে আওয়াজ শুনতে পেয়ে বের হলে দেখা যায় নৌকা সমর্থক একদল যুবক বাসায় আক্রমণ করছে। এসময় হামলাকারীদের আক্রমণে আমার ভাতিজা রাজ, খায়রুল বাশার ও আমার ছেলে মুরাদ হোসেন সুমন আহত হয়। গুরুতর আহত রাজ বর্তমানে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলেও জানান তিনি ।

তিনি আরও বলেন, গত বুধবার রাতে নৌকার সমর্থকরা আমার বাসার সামনে আধা ঘন্টাব্যাপী অবস্থান করে বিভিন্ন উসকানি মূলক শ্লোগান ও উশৃংখল আচরণ করতে থাকে। যার প্রেক্ষিতে পরদিন বৃহস্পতিবার আমি সংবাদ সম্মেলন করি।

এদিকে বিকাল ৪টার দিকে পাল্টা সংবাদ সম্মেলন করেন নৌকা প্রতীকের মেয়র প্রার্থী অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক।

শুক্রবার (২৬ নভেম্বর) নিজ নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সৈয়দ মনসুরুল হক সাংবাদিকদের বলেন, নির্বাচনকে সামনে রেখে শ্রীমঙ্গল শহরের সর্বত্র এখন উৎসবের আমেজ বিরাজ করছে,কিন্তু আমার প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান মেয়র ইতিপূর্বে দুটি সংবাদ সম্মেলন করে মিথ্যাচার করেছেন। এবিষয়ে আমি জেলা প্রশাসকের সভায় প্রতিবাদ জানালেও তিনি কোন প্রমাণ দেখাতে পারেননি।

এ বিষয়ে শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার শহীদুল হক মুনসী বলেন, হামলার ঘটনায় দু'পক্ষেরই আহত হয়েছেন। দু'পক্ষই ঘটনার বিষয়ে মৌখিকভাবে পাল্টা পাল্টি অভিযোগ করেছেন, আমরা তদন্ত করে প্রকৃত সত্যটা জানাতে পারবো।

(একে/এএস/নভেম্বর ২৬, ২০২১)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test